ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের অপরাজিত এক ইনিংস খেলে নিউজিল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৬২ রানে এক মূল্যবাদ ইনিংস। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৬২ রানে এক মূল্যবাদ ইনিংস। আর এতেই নতুন উচ্চতায় রিয়াদ। বিশ্বকাপে পরপর তিন ম্যাচে টানা ৫০ ঊর্ধ্ব রান করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ।
শুধু কি তাই ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করে বিশ্বের সব গ্রেট ক্রিকেটারদের পাশে নাম লিখিয়েছেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপে এর আগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আছে কেবল অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ (১৯৯৬) ও ম্যাথু হেইডেন (২০০৭), ভারতের রাহুল দ্রাবিড় (১৯৯৯), পাকিস্তানের সাঈদ আনোয়ার (১৯৯৯), দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (২০১১) এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২০১৫)। যদিও সাঙ্গাকারা টানা চার সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে গেছেন। তবে মাহমুদুল্লাহর এখনো সুযোগ আছে সেঞ্চুরির সংখ্যাটা বাড়ানোর। তাই ১৯ মার্চ ভারতের বিপক্ষে সেঞ্চুরি পেলে তিনিও ছাড়িয়ে যাবেন ক্রিকেটার গ্রেটদের।
এছাড়া দুই সেঞ্চুরিতে পাঁচ ইনিংসে ৮৬ গড়ে ৩৪৪ রান নিয়ে এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তালিকায় সবার ওপরে ৬ ইনিংসে ৪টি শতক হাঁকানো শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকার। তার রান ৪৯৬ রান। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রান ৪১৭। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার আরেক সাবেক অধিনায়ক তিলকারত্নে দিলশানের ৩৯৫ রান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব