বিশ্বকাপ শুরুর আগে যে হেয়ার কাট দিয়েছিলেন সাকিব আল হাসান। কাল সেই হেয়ার কাটেই খেলতে নামেন। তবে আগের সময়ের সঙ্গে পার্থক্য বিস্তর। আগের ম্যাচগুলো খেলেন সাধারণ সদস্য হয়ে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অসুস্থ হওয়ায় খেলেননি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন সাকিব। ২০১১ সালের বিশ্বকাপেও অধিনায়ক ছিলেন সাকিব। কাল টস করতে নেমে বিরল রেকর্ডস লিখেন নামের পাশে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দুই দুটি বিশ্বকাপে অধিনায়কত্ব করেন। তার অধিনায়কত্বে ব্ল্যাক ক্যাপসদের কাছে হারলেও প্রাপ্তির পরিমাণ অনেক বেশিই, বলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আগেই নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। তাই কালকের ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ ছিল না। তবে সমীকরণ ছিল। যদি কাল জয় পেত, তাহলে ১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতো ভারত নয়, দক্ষিণ আফ্রিকা। হেরে যাওয়ায় এখন প্রতিপক্ষ ভারত। ভেন্যু ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্ন। চাপমুক্ত ক্রিকেট বলেই কাল দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মাশরাফির জায়গায় খেলেন নাসির হোসেন ও আরাফাত সানির জায়গায় আরেক বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। পরিবর্তিত একাদশ নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে টাইগাররা। অধিনায়ক হিসেবে দলের এই লড়াইয়ে সন্তুষ্ট সাকিব, ‘জেতার জন্য খেলেছি। সবাই চেষ্টা করেছেন। অধিনায়ক হিসেবে দলের কোনো দুর্বলতা আমার চোখে পড়েনি।’ অধিনায়ক হিসেবে দুর্বলতা চোখে না পড়লেও ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাকিব, ‘কাছে এসে হেরে যাওয়ায় আমি হতাশ। জিতলে ভালো লাগত। হারলেও আমি মনে করি প্রাপ্তির পরিমাণ কম নয়। বরং বেশি। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল খেলব। এই আত্মবিশ্বাস কাজে লাগাতে চেষ্টা করব কোয়ার্টার ফাইনালে।’
টাইগাররা দেশ ছেড়েছিল কোয়ার্টার ফাইনালের টার্গেটে। সেই টার্গেটের পূর্ণতা পাওয়ায় খুশি পুরো দল। এখন কোয়ার্টার ফাইনাল। এরপর কি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ? সাকিব সে পথে হাঁটতে রাজি নন। কাল টানটান উত্তেজনার ম্যাচ হেরে যাওয়ার পরও খুশি সাকিব দলের পারফরম্যান্স নিয়ে, ‘আমরা একটা টার্গেটে এসেছিলাম। সেটা পূরণ হওয়ায় খুশি।’ কাল দুই পরিবর্তন নিয়ে খেললেও স্পেশালিস্ট বোলারের সংখ্যা কম ছিল। দিন শেষে স্পষ্টভাবে বোঝা গেছে। তাই প্রয়োজনে দুই অকেশনাল স্পিনার সাব্বির রহমান রুম্মন ও নাসির হোসেনকে দিয়ে বোলিং করান অধিনায়ক। তার সিদ্ধান্ত কার্যকরিও হয়েছে ম্যাচে। তবে দুই স্পিনার দিয়ে বোলিং ওপেন করানোয় সমালোচিতও হয়েছেন সাকিব। কিন্তু গায়ে মাখেননি সেই সমালোচনা, ‘সকালে একটু ময়েশ্চার ছিল। ১০-১৫ ওভার লড়াই করতে হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উইকেট শুকিয়ে যায়। আমার মনে হয়েছে উইকেটে স্পিন ধরেছে। তাই স্পিনারদের বোলিং করানো হয়েছে।’
সাকিবের অধিনায়কত্বে দল না জিতলেও সফল ছিলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দুই সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের ম্যাচের মতো কালও দুর্যোগের সময় হাল ধরে সেঞ্চুরি করেন। তার ইনিংসের প্রশংসা করে বলেন, সাঙ্গাকারার মতো তারও আরও সেঞ্চুরি করা উচিত, ‘যে পরিস্থিতিতে ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ, তা এক কথায় অসাধারণ। আমি মনে করি, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তার দায়িত্ব শেষ হয়ে যায়নি। যদি সাঙ্গাকারার চারটি সেঞ্চুরি করতে পারে, তাহলে মাহমুদুল্লাহ কেন পারবেন না?’
শিরোনাম
- পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এমন দাবি গবেষকদের!
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ : সিইসি
- কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
- লেডি গাগাকে টার্গেট করে শিশু-কিশোর অপরাধচক্রের বোমা হামলার পরিকল্পনা
- জয়পুরহাটে ২ দফা দাবিতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি
- কোপাকাবানা সৈকতে গাগার কনসার্টে ২১ লাখ দর্শক
- ইতালি যেতে প্রতীক্ষায় ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণ আজ
- সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
- ম্যাক্সওয়েলের চোটে আইপিএলে সুযোগ বিধ্বংসী ওয়েনের
- মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের দাবিতে বায়রার মানববন্ধন
- সামাজিক নিঃসঙ্গতায় এআই হতে পারে সহচর, বিকল্প নয়: জাকারবার্গ
- গাজায় ক্ষুধায় মৃত্যু ঝুঁকিতে ৫ বছরের কম বয়সী সাড়ে ৩ হাজার শিশু
- উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত
- ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
- গোবিপ্রবিতে গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা
- যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা দিয়ে হত্যায় অভিযুক্তকে খুন!
- স্পেনের চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল ‘মাস্তুল’
- যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
ম্যাচে প্রাপ্তি কম নয়
ক্রীড়া প্রতিবেদক, হ্যামিল্টন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর