প্রশংসিত বাংলাদেশ
হ্যামিল্টনে গ্রুপের শেষ ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। কিন্তু তাতে কী, স্টেডিয়ামজুড়েই প্রশংসা পেয়েছে বাংলাদেশ। ম্যাচ হেরে টাইগাররা যখন সাজঘরে ফিরছিলেন তখন লাল সবুজের পতাকা উড়িয়ে গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার দিচ্ছিলেন। বাদ যাননি নিউজিল্যান্ডের সমর্থকরাও। জিসান নামে এক সমর্থক বাংলাদেশের সাংবাদিকদের কাছে এসে বলেন, 'বাংলাদেশ আসলেও ভালো খেলে। আজ আমরা অল্পের জন্য বেঁচে গেছি।'
জনপ্রিয় সাকিব
সাকিব আল হাসান কতটা জনপ্রিয় ক্রিকেটার তার প্রমাণ মিলল হ্যামিল্টনে। অনুশীলনের সময় তাকে দেখতে প্রবাসী বাঙালিদের ভিড় লেগেই ছিল। অটোগ্রাফ পাওয়ার আশায় কেউ কেউ হোটেলেও ছুটে যান। কাল টসে নামার সময় লাল সবুজের পতাকা উড়িয়ে গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাঙালিরা সাকিব সাকিব বলে চিৎকার দিতে থাকেন।
ছুটি
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারতের। ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। তাতে কী, নিজ দেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলছে। এ ম্যাচ না দেখে কি বসে থাকা যায়? তাই হ্যামিল্টনে বসবাসরত কয়েকজন বাঙালি জানালেন, 'আমরা ম্যাচ দেখার জন্য ছুটি নিয়েছি। আশা করি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জিতবে।'