ফুটবল বিশ্ব এথন সম্ভবত দুই সেরা ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে স্পষ্ট বিভক্ত। সেরা কে মেসি না রোনালদো-তা নিয়েই মূলত এ বিতর্ক। ফুটবল বিশ্বে যখন এই নিয়ে তুমুল বিতর্ক, আলোচনা, তখন পর্তুগালের সাবেক তারকা ফুটবল তারকা ডেকো লিওনেল মেসিকে 'মেধাবী' ও রোনালদোকে 'পরিশ্রমী' খেলোয়াড় বলে আখ্যায়িত করলেন। এ দু'জন খেলোয়াড়কে নিয়ে নিজের মন্তব্য জানাতে গিয়েই একথা বলেন ডেকো।
ডেকোর মতে, আর্জেন্টাইন অধিনায়ক মেসি এ গ্রহের অন্যরকম এক ফুটবল প্রতিভা। আর রোনালদো কঠোর পরিশ্রমী এক ফুটবলার যিনি প্রতিটি ম্যাচেই অসাধারণ ফুটবল শৈলী প্রদর্শন করেন।
মেসি এবং রোনালদোর প্রতি সম্মান প্রদর্শন করে ডেকো আরো বলেন, 'রোনালদো এবং মেসি একটু অন্যরকম ফুটবল খেলে থাকে। মেসি জন্ম নিয়েছে ফুটবলের মেধা নিয়ে আর রোনালদোর মেধা থাকলেও সে ফুটবল খেলে পরিশ্রম দিয়ে। একজন পেশাদারী ফুটবলার হিসেবে নিজেকে মানিয়ে নেয় রোনালদো।'
মেসির এক সময়ের সতীর্থ ডেকো আরো বলেন, 'মেসি এবং রোনালদোর মাঝে কে সেরা তা বেছে নেওয়া বেশ কঠিন। তবে আমি মনে করি যাদের পাশে খেলেছি তাদের মধ্যে মেসি এবং ব্রাজিলের রোনালদিনহোই সেরা ফুটবলার।'
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৫/শরীফ