আগের দিনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেও বিশ্রাম নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্রাম না নিয়েই ভোরে উড়ে গেছে মেলবোর্ন। ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে ভারত ম্যাচে নামার আগে দুদিন বিশ্রাম নিচ্ছেন ক্রিকেটাররা। শিডিউল এমন করে করা বলেই হ্যামিল্টন থাকেনি দল। না থাকলেও সেডন পার্ক থেকে নিয়ে গেছে একরাশ আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়েই ভারতকে নাড়িয়ে দিতে চাইছেন তাসকিনরা। কাল হ্যামিল্টন ছাড়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, স্বপ্ন পূরণ হলেও কোয়ার্টার ফাইনালে জয়ের জন্যই নামবেন।
বাংলাদেশ ক্রিকেট দলের মূল শক্তি স্পিন। অথচ এবার জ্বলে উঠতে পারেননি স্পিনাররা। শুধু পরশু ৪ উইকেট নেন সাকিব। ক্রিকেট মহাযজ্ঞে সেই দলের পক্ষে তুরংতাজ বোলিং করছেন তিন পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদরা। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাকাল করছেন। দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার তাসকিন। এবারের আসরে বাংলাদেশের অন্যতম ভরসা। সেই ভরসা বিশ্বকাপে এসেছিলেন সেরা ১০ বোলারের তালিকায় থাকতে। ৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু দলের প্রয়োজনে জ্বলে উঠছেন। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট না পেলেও ভালো বোলিং করেন তাসকিন। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেলেও আত্মবিশ্বাস নিয়েছেন অনেক। যা কোয়ার্টার ফাইনালে কাজে লাগবে বলেন তাসকিন, ‘আমরা হারলেও ভালো খেলেছি। ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা খেলব।’
১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শক্তি ও পরিসংখ্যানের বিচারে ভারত এগিয়ে অনেক কদম। তারপরও ফর্মের তুঙ্গে থাকা টাইগারদের যে কোনো অঘটন ঘটানো সম্ভব। অঘটন নয়, জেতার স্বপ্ন নিয়েই বাংলাদেশ খেলবে বলেন তাসকিন, ‘আমরা জয়ের জন্যই খেলব। জেতার জন্য যতটুকু সম্ভব, সবটুকু উজার করেই খেলব।’ ক্যারিয়ারে অভিষেক ভারতের বিপক্ষে। অভিষেক সিরিজেই বারুদ বোলিং করে অলো ছড়িয়েছিলেন। বৃষ্টিøাত ম্যাচে ভারতের বিপক্ষে ২৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট। যা ভারতের বিপক্ষে সেরা বোলিং। সেই ভারতের বিপক্ষে আবার খেলবেন, এবার আÍবিশ্বাসও বেশি, ‘যদি খেলার সুযোগ পাই, তাহলে সেরাটাই খেলব। সেরাটা খেলেই প্রমাণ করব নিজের অবস্থান।’
শিরোনাম
- ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা
- ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ আগস্ট)
- ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
তাসকিনের চোখ সেমিতে
ক্রীড়া প্রতিবেদক, হ্যামিল্টন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
১০ ঘণ্টা আগে | জাতীয়