আগের দিনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেও বিশ্রাম নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্রাম না নিয়েই ভোরে উড়ে গেছে মেলবোর্ন। ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে ভারত ম্যাচে নামার আগে দুদিন বিশ্রাম নিচ্ছেন ক্রিকেটাররা। শিডিউল এমন করে করা বলেই হ্যামিল্টন থাকেনি দল। না থাকলেও সেডন পার্ক থেকে নিয়ে গেছে একরাশ আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়েই ভারতকে নাড়িয়ে দিতে চাইছেন তাসকিনরা। কাল হ্যামিল্টন ছাড়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, স্বপ্ন পূরণ হলেও কোয়ার্টার ফাইনালে জয়ের জন্যই নামবেন।
বাংলাদেশ ক্রিকেট দলের মূল শক্তি স্পিন। অথচ এবার জ্বলে উঠতে পারেননি স্পিনাররা। শুধু পরশু ৪ উইকেট নেন সাকিব। ক্রিকেট মহাযজ্ঞে সেই দলের পক্ষে তুরংতাজ বোলিং করছেন তিন পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদরা। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাকাল করছেন। দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার তাসকিন। এবারের আসরে বাংলাদেশের অন্যতম ভরসা। সেই ভরসা বিশ্বকাপে এসেছিলেন সেরা ১০ বোলারের তালিকায় থাকতে। ৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু দলের প্রয়োজনে জ্বলে উঠছেন। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট না পেলেও ভালো বোলিং করেন তাসকিন। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেলেও আত্মবিশ্বাস নিয়েছেন অনেক। যা কোয়ার্টার ফাইনালে কাজে লাগবে বলেন তাসকিন, ‘আমরা হারলেও ভালো খেলেছি। ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা খেলব।’
১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শক্তি ও পরিসংখ্যানের বিচারে ভারত এগিয়ে অনেক কদম। তারপরও ফর্মের তুঙ্গে থাকা টাইগারদের যে কোনো অঘটন ঘটানো সম্ভব। অঘটন নয়, জেতার স্বপ্ন নিয়েই বাংলাদেশ খেলবে বলেন তাসকিন, ‘আমরা জয়ের জন্যই খেলব। জেতার জন্য যতটুকু সম্ভব, সবটুকু উজার করেই খেলব।’ ক্যারিয়ারে অভিষেক ভারতের বিপক্ষে। অভিষেক সিরিজেই বারুদ বোলিং করে অলো ছড়িয়েছিলেন। বৃষ্টিøাত ম্যাচে ভারতের বিপক্ষে ২৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট। যা ভারতের বিপক্ষে সেরা বোলিং। সেই ভারতের বিপক্ষে আবার খেলবেন, এবার আÍবিশ্বাসও বেশি, ‘যদি খেলার সুযোগ পাই, তাহলে সেরাটাই খেলব। সেরাটা খেলেই প্রমাণ করব নিজের অবস্থান।’
শিরোনাম
- পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এমন দাবি গবেষকদের!
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ : সিইসি
- কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
- লেডি গাগাকে টার্গেট করে শিশু-কিশোর অপরাধচক্রের বোমা হামলার পরিকল্পনা
- জয়পুরহাটে ২ দফা দাবিতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি
- কোপাকাবানা সৈকতে গাগার কনসার্টে ২১ লাখ দর্শক
- ইতালি যেতে প্রতীক্ষায় ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণ আজ
- সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
- ম্যাক্সওয়েলের চোটে আইপিএলে সুযোগ বিধ্বংসী ওয়েনের
- মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের দাবিতে বায়রার মানববন্ধন
- সামাজিক নিঃসঙ্গতায় এআই হতে পারে সহচর, বিকল্প নয়: জাকারবার্গ
- গাজায় ক্ষুধায় মৃত্যু ঝুঁকিতে ৫ বছরের কম বয়সী সাড়ে ৩ হাজার শিশু
- উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত
- ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
- গোবিপ্রবিতে গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা
- যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা দিয়ে হত্যায় অভিযুক্তকে খুন!
- স্পেনের চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল ‘মাস্তুল’
- যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
তাসকিনের চোখ সেমিতে
ক্রীড়া প্রতিবেদক, হ্যামিল্টন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর