আগের দিনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেও বিশ্রাম নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্রাম না নিয়েই ভোরে উড়ে গেছে মেলবোর্ন। ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে ভারত ম্যাচে নামার আগে দুদিন বিশ্রাম নিচ্ছেন ক্রিকেটাররা। শিডিউল এমন করে করা বলেই হ্যামিল্টন থাকেনি দল। না থাকলেও সেডন পার্ক থেকে নিয়ে গেছে একরাশ আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়েই ভারতকে নাড়িয়ে দিতে চাইছেন তাসকিনরা। কাল হ্যামিল্টন ছাড়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, স্বপ্ন পূরণ হলেও কোয়ার্টার ফাইনালে জয়ের জন্যই নামবেন।
বাংলাদেশ ক্রিকেট দলের মূল শক্তি স্পিন। অথচ এবার জ্বলে উঠতে পারেননি স্পিনাররা। শুধু পরশু ৪ উইকেট নেন সাকিব। ক্রিকেট মহাযজ্ঞে সেই দলের পক্ষে তুরংতাজ বোলিং করছেন তিন পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদরা। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাকাল করছেন। দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার তাসকিন। এবারের আসরে বাংলাদেশের অন্যতম ভরসা। সেই ভরসা বিশ্বকাপে এসেছিলেন সেরা ১০ বোলারের তালিকায় থাকতে। ৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু দলের প্রয়োজনে জ্বলে উঠছেন। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট না পেলেও ভালো বোলিং করেন তাসকিন। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেলেও আত্মবিশ্বাস নিয়েছেন অনেক। যা কোয়ার্টার ফাইনালে কাজে লাগবে বলেন তাসকিন, ‘আমরা হারলেও ভালো খেলেছি। ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা খেলব।’
১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শক্তি ও পরিসংখ্যানের বিচারে ভারত এগিয়ে অনেক কদম। তারপরও ফর্মের তুঙ্গে থাকা টাইগারদের যে কোনো অঘটন ঘটানো সম্ভব। অঘটন নয়, জেতার স্বপ্ন নিয়েই বাংলাদেশ খেলবে বলেন তাসকিন, ‘আমরা জয়ের জন্যই খেলব। জেতার জন্য যতটুকু সম্ভব, সবটুকু উজার করেই খেলব।’ ক্যারিয়ারে অভিষেক ভারতের বিপক্ষে। অভিষেক সিরিজেই বারুদ বোলিং করে অলো ছড়িয়েছিলেন। বৃষ্টিøাত ম্যাচে ভারতের বিপক্ষে ২৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট। যা ভারতের বিপক্ষে সেরা বোলিং। সেই ভারতের বিপক্ষে আবার খেলবেন, এবার আÍবিশ্বাসও বেশি, ‘যদি খেলার সুযোগ পাই, তাহলে সেরাটাই খেলব। সেরাটা খেলেই প্রমাণ করব নিজের অবস্থান।’
শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
তাসকিনের চোখ সেমিতে
ক্রীড়া প্রতিবেদক, হ্যামিল্টন থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
১ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
২ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার