'এ' গ্রুপে রানার্সআপ হয়েই কোয়ার্টার ফাইনালে লড়বে ফেবারিট অস্ট্রেলিয়া। গতকাল হোবার্টে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে তারা ৭ উইকেটে দুর্বল স্কটল্যান্ডকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ২৫.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। মাচিন ৩৫ বলে সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করেন। ২৬ করেন ডেডি। স্টার্ক ১৪ রানে সর্বোচ্চ ৪, কমিন্স ৪২ রানে ৩ উইকেট লাভ করেন। পরে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের পাত্তায় দেয়নি। ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয়। অধিনায়ক ক্লার্ক সর্বোচ্চ ৪৭, ওয়াটসন ২৪, ওয়ার্নার ২১, ফিক্স ২০ রান তোলেন। স্কটল্যান্ডের টেলর, ডেডি ও ওয়াডলো ১টি করে উইকেট ঝুলিতে পুড়েন। ৬ ম্যাচে অস্ট্রেলিয়া পয়েন্ট দাঁড়াল ৯। গ্রুপ রানার্সআপ হলেও কোয়ার্টার ফাইনালে এখনো তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি।