২০১১ সালের শেষ দিকে যোগ দেওয়ার পরপরই ইউরোপা লিগ, কোপা দেল রে, লা লিগা-এই তিনটি শিরোপা অ্যাটলেটিকো মাদ্রিদকে এনে দিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। ফলে ক্লাবটিতে নিজের অবস্থান বেশ শক্ত করে নিয়েছেন সিমিওনে। তার সফল কোচিংয়ে এই মুহূর্তে লা লিগায় চতুর্থ স্থানে রয়েছে মাদ্রিদের এই ক্লাবটি৷ পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠারও সুযোগ রয়েছে সিমিওনের দলের সামনে। তাই সিমিওনের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে অ্যাটলেটিকো ৷
সিমিওনের চমৎকার পারফরম্যান্সে খুশি হয়েই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ক্লাবটি। তবে এখনো পর্যন্ত অ্যাটলেটিকো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যাই হোক না কেন সিমিওনের সঙ্গে ক্লাবের গাঁটছড়া প্রায় নিশ্চিত। চুক্তি নিয়ে সিমিওনও কোনো মন্তব্য করেননি।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ ২০১৫/শরীফ