বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতকাল ভারতের কাছে ১০৯ রানে হেরে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তাই এবার দেশে ফেরার পালা। তবে এবারের ফেরাটা একটু অন্যরকমই হবে টাইগারদের। কারণ ভারতের সাথে ওই ম্যাচে আম্পায়ার বিতর্কিত একাধিক সিদ্ধান্ত না দিলে বাংলাদেশই পৌঁছে যেতে সেমিতে। তাই মাথা উঁচু করে দেশে ফিরবেন মাশরাফি বাহিনী।
আগামী রবিবার সন্ধ্যা সাতটার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
বিশ্বকাপে যাওয়ার আগে ঢাকায় বসে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।
মাশরাফির কথা রেখেছেন। আফগানিস্তান, স্কটল্যান্ডের পর ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও ঝাম ঝরিয়ে ছেড়েছে বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে পরাজিত হয়ে শেষ করেছেন বিশ্বকাপ। যা-ই হোক, সবমিলিয়ে অনেক ভালো পারফর্ম করেছে বাংলাদেশ। নজড় কেড়েছে বিশ্ব ক্রিকেটের।
বিডি-প্রতিদিন/২০, মার্চ, ২০১৫/মাহবুব