উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেই মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ ডার্বি ছাড়াও মুখোমুখি হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন-বার্সেলোনা, পোর্তো-বায়ার্ন মিউনিখ এবং জুভেন্টাস-মোনাকো। গতবার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে শিরোপাবঞ্চিত ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে দিয়েগো সিমিওনের শিষ্যদের সামনে। অন্যদিকে ১৯৯৪-৯৫ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেবার প্রথম লেগে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরেছিল কাতালানরা। বিদায় নিয়েছিল শেষ আট থেকেই। দুই দশক পর সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে বার্সেলোনার সামনে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৪ এপ্রিল। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২১ ও ২২ এপ্রিল। এদিকে উয়েফা ইউরোপা লিগের শেষ আটের ড্রও অনুষ্ঠিত হয়েছে গতকাল। শেষ আটে মুখোমুখি হচ্ছে সেভিয়া-সেন্ট পিটার্সবার্গ, নিপ্রোপেত্রোভস্ক-ব্রুজ, ডাইনামো কিয়েভ-ফিওরেন্টিনা এবং উফলসবার্গ-নেপোলি।
কোয়ার্টার ফাইনাল
প্যারিস সেইন্ট জার্মেইন বনাম বার্সেলোনা
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ
পোর্তো বনাম বায়ার্ন মিউনিখ
জুভেন্টাস বনাম মোনাকো