শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ আটে জায়গা করে নিয়েছে ব্লাক ক্যাপসরা। অন্যদিকে 'বি' গ্রুপে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উইন্ডিজ। এবারের বিশ্বকাপে শুরু থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে নিউজিল্যান্ড। তাই এ ম্যাচেই এগিয়ে স্বাগতিকরা। অন্যদিকে ভিন্ন চিত্র ক্যারিবীয় শিবিরে। দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ভালো করতে না পারলেও তাদের রয়েছে এক ক্রিস গেইল। যিনি একাই কিনা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিলেন ২১৫ রানের এক মহাকাব্যিক ইনিংস। অবশ্য এছাড়া আর অন্য ম্যাচে গেইলকে জ্বলে উঠতে দেখা যায়নি। তাই আজ গেইলের দিকেই তাকিয়ে থাকবেন ক্যারিবীয়রা। তবে আজকের ম্যাচে আসল লড়াইটা হবে মূলত গেইলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের। কেননা গেইলের ব্যাট হাসলে জয় উইন্ডিজের। আর কিউইরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের হারানো কঠিন। নিউজিল্যান্ড অলরাউন্ড এক দল। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং- তিন বিভাগেই সেরা। তাছাড়া খেলা হবে তাদের ঘরের মাঠে। তাছাড়া গ্রুপ পর্বে দুরন্ত খেলার আত্মবিশ্বাস তো থাকছেই। কিন্তু কোয়ার্টার ফাইনালে গ্রুপ পর্বের পরিসংখ্যান আমলে নিচ্ছেন না কিউই তারকা ড্যানিয়েল ভেট্টরি। তিনি বলেন, 'শেষ আটে যে আটটি দল উঠেছে তারা সবাই ম্যাচ উইনার। সে কারণে এখানে পিছিয়ে পড়া বা এগিয়ে থাকার কোনো সম্ভাবনা নেই। কোনো দল ফর্মে নেই বা ভালো খেলেনি এমন বলারও অবকাশ নেই। ভালো বলেই তারা নক আউট পর্বে এসেছে। যে কোনো দলই জিততে পারে।'