দীর্ঘ ১৪ বছর বিরতির পর ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট শেষ হবার আগেই বিদায় নিতে হল এই নাম্বার ওয়ানের। গতকাল শুক্রবার রাতে টুইটারে তিনি এ বিদায়ের ঘোষণা দেন।
সেরেনা জানান, ডান হাঁটুতে ইনজুরির কারণে অপ্রত্যাশিতভাবে তাকে ইন্ডিয়ান ওয়েলস থেকে বিদায় নিতে হচ্ছে। এটা তার জন্য কষ্টদায়ক। দীর্ঘ সময় পর ফিরে এসেও টুর্নামেন্ট শেষ করতে না পারাটা খুবই হতাশাজনক।
ইনজুরির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি সেরেনা।
টুইটারে সেরেনা লেখেন, 'চার মাস আগে আমি ইন্ডিয়ান ওয়েলসের এ যাত্রা শুরু করেছিলাম। এটা ছিল অসাধারণ। আমি ভাবতেও পারিনি এটা ফের করতে পারব। ভক্তদের সমর্থন ছাড়া এটা আমার পক্ষে করা সম্ভব ছিল না। কিন্তু ইনজুরির কারণে চলতি বছরে আগেভাগেই এ আসর থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে।'
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ