এ যেন পাওনা পরিশোধের ব্যাপার। কোয়ার্টার-ফাইনালে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে আউট করে যেন অনেক পুরানো একটি পাওনা মিটিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার-ফাইনালে রুবেলের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। তাকে আউট করার পর উদযাপনটা বেশ ঘটা করেই করেন রুবেল। কোহলি ফিরে যাওয়ার সময় কিছু একটা বলেনও বাংলাদেশের এই পেসার। কিন্তু কী বললেন?
কোহলির সঙ্গে রুবেলের দ্বৈরথের শুরু সেই ২০০৮ সালে। কোহলি তখন ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। সেই বিশ্বকাপের এক ম্যাচে রুবেলের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর দুজন আবার মুখোমুখি হন ২০১১ বিশ্বকাপে। সেবার অসাধারণ এক শতক করেন কোহলি। অপরাজিত ১০০ রান করার পথে রুবেলের বিপক্ষে ১৫ বল খেলে ১৭ রান নেন তিনি।
২০১৪ সালের এশিয়া কাপে ফতুল্লায় আবার মুখোমুখি হন কোহলি-রুবেল। ১২২ বলে ১৩৬ রান করে ভারতকে ৬ উইকেটে জেতানো কোহলি আউট হন রুবেলের বলেই। আউট হওয়ার আগে রুবেলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ১৬ বলে ১৯ রান করেন তিনি।
এবার রুবেলের কাছে সব দিক থেকেই হেরে যান কোহলি। আউট হওয়ার আগে রুবেলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ৪টি বল খেলে একটিও রান করতে পারেননি তিনি। এ যেন পাওনা পরিশোধ।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ