আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। চলমান বিশ্বকাপের আগে এ সফরের বিষয়ে সন্দেহ দেখা দিলেও এখন তা দূর হয়ে গেছে। এপ্রিলেই পাকিস্তানের বাংলাদেশ সফর নিশ্চিত হয়েছে। এ সফরের বিষয়ে পাকিস্তান সরকারও দেশটির ক্রিকেট বোর্ডকে সবুজ সংকেত দিয়েছে। খবর ক্রিকইনফোর
দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলতে ১৫ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০১১ সালের শেষ দিকে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। প্রায় তিন বছর পর আবারও পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সফরের বিষয়ে পাকিস্তান সরকারের সবুজ সংকেত মিললেও নিরাপত্তা পযবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাবে পিসিবি। তা শুধুই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্যই। কারণ এ সফর এখন নিশ্চিতভাবেই হচ্ছে।
পিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিচলিউ ক্রিকইনফোকে বলেন, 'সরকার এখনো চিন্তিত আছে, কারণ সেখানে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু আমরা সবসময় ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই এবং এই কারণেই আমরা বাংলাদেশ সফরটা করছি। কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা নিরাপত্তা দল পাঠাবো, যারা ঢাকাস্থ পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসবে পরবর্তী কী কী আয়োজন আছে তা মূল্যায়নের জন্য।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এপ্রিলের মাঝামাঝি পাকিস্তান দলের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ২০১৫/শরীফ