দলে বড় বড় তারকা থাকার পরও এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন ২৩ বছর বয়সী ক্রিকেটার জেসন হোল্ডারকে। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১৪৩ রানের বিশাল হারের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রার ইতি ঘটল ক্যারিবীয়দের। শেষ ম্যাচে ভরাডুবির জন্য দলের অনৈক্যকেই দায়ী করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। জেসন হোল্ডার বলেন, 'অধিনায়কত্ব সত্যিই কঠিন একটা কাজ। তবে যথাযথভাবেই আমি আমার দায়িত্ব পালন করেছি বলে মনে হয়। চেয়েছিলাম দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে।'