২০১৪ সালের ২৫ অক্টোবর বার্সেলোনাকে ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে গোল এেসেছিল। আর খারাপ ফর্মে ছিলেন মেসি। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল। চলতি মৌসুমের সেই প্রথম ক্লাসিকোর পর প্রায় প্রত্যেক স্পেনিশ বিশেষজ্ঞের মত ছিল, লা লিগা রিয়ালই জিতবে। রোনালদো পাবেন গোল্ডেন বুট। ফের মেসির কপালে জুটবে না কোনো ট্রফি।
কিন্তু পাঁচ মাসের মধ্যেই ভিন্ন চিত্র। এই মুহূর্তে লিগ শীর্ষে বার্সেলোনা। আর তাদের তাড়া করছে রিয়াল। এবং মেসি ফের স্বমহিমায়। আজ রাতের ফিরতি ক্লাসিকোর মহারণ। এবার যুদ্ধের প্রেক্ষাপট বার্সার ঘরের মাঠ কাম্প ন্যু।
চলতি বছরের শুরু থেকেই পুনরুত্থান ঘটেছে মেসি নামক গোলমেশিনের। ৩২তম হ্যাটট্রিক করে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই আবার সমালোচকদের মুখ বন্ধ করে শেষ ১৮ ম্যাচে করেছেন ২০ গোল। সেই তুলনায় নতুন বছর ব্যালন ডি’অর জিতে শুরু করলেও ক্রমশ ফিকে দেখাচ্ছে রোনালদো দাপট। লাল কার্ড দেখে, গোলের সুযোগ নষ্ট করে সিআর সেভেন যেন অচেনা মেজাজে। কিন্তু ক্লাসিকোর আগে মেসি জানেন তার 'ক্ষতবিক্ষত' চিরপ্রতিদ্বন্দ্বী খারাপ ফর্মে থাকলেও বড় ম্যাচে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। 'কয়েক মাস আগে আমি নিজেও খারাপ ফর্মে ছিলাম। ঠিক করে খেলতে পারছিলাম না। রোনালদোকে আমি শ্রদ্ধা করি,' বলেন মেসি।
বার্সায় কোনো চোট সমস্যা না থাকলেও রিয়াল আজকের ম্যাচে পাবে না হামেস রদ্রিগেজকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সারিয়ে দলে ফিরছেন সের্জিও রামোস। রিয়ালের তারকা স্ট্রাইকার বেঞ্জিমা আবার হুঙ্কার দিয়ে বলেছেন যে কাম্প ন্যু থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনবেন তারাই।
এবারের স্পেনিশ লিগের দিকে তাকালে দেখা যায়, মাত্র এক পয়েন্টের পার্থক্য এই দুই বদ দলের মধ্যে । সে কারণেই হয়তো বার্সা কোচ লুই এনরিকে দলকে সতর্ক করে দিচ্ছেন, আত্মতুষ্টিতে ভুগলে হয়তো লা লিগা খোয়াতে হতে পারে।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ ২০১৫/শরীফ