'ব্যাক' ইনজুরির কারণে আগামী মাস থেকে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হোম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিকেট দানব খ্যাত ক্রিস গেইল। ইংল্যান্ড টেস্টে না খেললেও এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কোনো পরিকল্পনা নেই তার। বরং অাগামী বছর অনুষ্ঠেয় আইসিসি টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে খেলার আশাবাদ ব্যক্ত করছেন গেইল। ইএসপিএন ক্রিকোইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ৩৫ বছর বয়সী ক্যারিবীয় এই ক্রিকেট তারকা। খবর দ্য হিন্দুর
ক্রিকোইনফোকে গেইল বলেন, 'আমি সত্যিকার অর্থেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলছি না। 'ব্যাক' ইনজুরি এই মুহুর্তে আমাকে ক্রিকেটের এই ফরম্যাটে খেলতে দিচ্ছে না।' পরবর্তী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলার আশাবাদ ব্যক্ত করে গেইল বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের হয়ে অবশ্যই আগামী বছর টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কিছু উদ্বেগ ও ইনজুরি সমস্যা রয়েছে যেগুলো থেকে উত্তরণের চেষ্টা করবো।'
চলমান একাদশ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যারিবীয়দের শেষের ম্যাচগুলোর সময় থেকেই ইনজুরিতে পড়েন গেইল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতেই পারেননি তিনি। ওই ম্যাচের ঠিক টসের আগে দল থেকে গেইলের নাম বাদ দেওয়া হয়। তবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছেন। এজন্য চলতি সপ্তাহের শুরুতে ব্যথানাশক ইনজেকশনও নিয়েছেন তিনি। বলা যায়, হালকা ইনজুরি নিয়েই গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানও করেছেন। এর মধ্যে ৮টি ছক্কা ও ২টি চারের মারও ছিল।
গতকালের ম্যাচে এডাম মিলনির বলে বোল্ড হওয়ার পর অবশ্য গেইলকে অনেক সময় নিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়ে মাঠ ত্যাগ করতে দেখা গেছে গেইলকে। এর ফলে অনেকের সন্দেহ গেইল কি তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন?
গেইল অবশ্য এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এজন্য নিজেকে কিছু সময় দিতে চান তিনি। এ ব্যাপারে গেইল বলেন, 'আমি নিজেকে কিছু সময় দিতে চাই এবং এর দিকে দৃষ্টিপাত করবো ও দেখবো কতটা ভালোভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অবদান রাখতে পারি।'
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৫/শরীফ