ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসের পারিবাস ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন বিশ্বের শীর্ষ দুই তারকা নোভাক জোকোভিচ ও সুইস লেজেন্ড রজার ফেদেরার। নিজ নিজ সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে ও ফেদেরার কানাডার মিলস রাওনিককে হারিয়ে ফাইনালে পৌঁছেন। সার্বিয়ান জোকোভিচ মারেকে ৬-২, ৬-৩ গেমে ও ফেদেরার রাওনিককে ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করেন। আজ তাদের মধ্যকার এ ফাইনাল অনুষ্ঠিত হবে।
জোকোভিচ এ পর্যন্ত তিনবার পারিবাস ওপেনের শিরোপা জিতেছেন। তাই আজ চতুর্থ শিরোপার জন্য কোর্টে নামবেন তিনি। আর ফেদেরার ইতোমধ্যে চারবার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের ফাইনালে এ দু'জনের শেষ চারবারের লড়াইয়ে তিনবারই জিতেছেন ফেদেরার। গত বছর টাইব্রেকে জোকোভিচের কাছে হারেন ফেদেরার।
এদিকে, ফেদেরার ও জোকোভিচ এ পর্যন্ত মোট ৩৭ বার শিরোপার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয়েছেন। তাই আজকের ম্যাচটি তাদের মধ্যকার ৩৮তম ম্যাচ হতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৫/শরীফ