মার্টিন গাপটিলকে দলে রাখায় সমালোচকরা মুখর হয়েছিলেন নিউজিল্যান্ডের নির্বাচকদের ওপর। তবে তাকে দলে নেওয়ার ব্যাপারে কোনোরকম চিন্তা-ভাবনা করতে হয়নি নির্বাচকদের। একজন অভিজ্ঞ আর লড়াকু ব্যাটসম্যান হিসেবে তার প্রতি আস্থা রেখেছিলেন তারা।
সেই আস্থার প্রতিদানই দিলেন মার্টিন গাপটিল। ১৬৩ বলে ২৩৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে কেবল নিউজিল্যান্ডকে জয়ই উপহার দেননি সেই সঙ্গে নিজেকে তুলে এনেছেন এক অনন্য উচ্চতায়।
ইনিংস শেষ করে ক্লান্ত গাপটিল যখন মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরছিলেন বিশ্বকাপে এর আগে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান ক্রিস গেইল পাশে এসে বললেন, 'তোমাকে এই ক্লাবে (ডাবল সেঞ্চুরি) স্বাগতম।' গেইলের এই অভিনন্দন মার্টিন গাপটিলের খুব প্রয়োজন ছিল। সেমিফাইনালেও তো এমন একটা ইনিংস প্রয়োজন পড়বে নিউজিল্যান্ডের!