ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসের পারিবাস ওপেন ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। ফাইনালে বিশ্বের দুই নম্বর তারকা সুইস লেজেন্ড রজার ফেদেরারকে ৬-৩, ৬-৭ [৫-৭], ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা জিতলেন জোকোভিচ। গতবারও তিনিই চ্যাম্পিয়ন হয়েছিলেন।
পারিবাস ওপেন শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজের টেনিস ক্যারিয়ারের ৫০তম শিরোপা জিতলেন বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ। ফাইনালে জোকোভিচ প্রথম সেট বেশ অাধিপত্য বিস্তার করে জিতলেও দ্বিতীয় সেটে ট্রাইব্রেকে হেরে বসেন। তবে তৃতীয় সেটে ঠিকই ঘুরে দাঁড়িয়ে ফেদেরারকে হারান।
এর আগে শনিবার অনুষ্ঠিত নিজ নিজ সেমিফাইনালে জোকোভিচ ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে ও ফেদেরার কানাডার মিলস রাওনিককে হারিয়ে ফাইনালে পৌঁছেন। সার্বিয়ান জোকোভিচ মারেকে ৬-২, ৬-৩ গেমে ও ফেদেরার রাওনিককে ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করেন।
এদিকে, ফেদেরার ও জোকোভিচ এ পর্যন্ত মোট ৩৮ বার শিরোপার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/শরীফ