বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলায় সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই ১৬ গোলের রেকর্ড গড়লেন সাতক্ষীরা মেয়ে সাবিনা খাতুন।
রবিবার মালদ্বীপের লিগ টুর্নামেন্টে তিনি এই ১৬ গোলের রেকর্ড গড়েন। তার এই অসাধারণ পারফরমেন্সে এদিন তার দল পুলিশ ক্লাব জয় পেয়েছে ২৫-০ গোলে। ম্যাচের প্রথমার্ধে ছয় গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও ১০ গোল করেন ম্যাচসেরাও সাবিনা।
উল্লেখ্য, মালদ্বীপে ‘ক্লাব মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা-২০১৫’-তে পুলিশ ক্লাবের হয়ে খেলতে গেছেন সাবিনা খাতুন। গত সপ্তাহে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করে দলকে ৭-০ গোলের জয় এনে দেন সাবিনা।
বিডি-প্রতিদিন/২৩, মার্চ, ২০১৫/মাহবুব