বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে দেশে ফিরেছে টাইগাররা। কিন্তু ওই আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে বাংলাদেশের। যা টাইগারদের পক্ষে গেলে আজ ভারতের জায়গায় থাকতো বাংলাদেশ। সারা পৃথিবীতে যখন ওই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা মুখর সাবেক তারকা ক্রিকেটারা। তখন ভারতের গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরই ধারাবাহীকতায় একটা কার্টুন ছেপেছে টপইয়াপ ডট কম।
এখানে দেখানো হয়েছে, বিভিন্ন দেশের ক্রিকেটাররা যদি কোন স্কুলের একই ক্লাসের বাচ্চা হত তাহলে তারা কি করতেন। বলা হয়, ‘এমন একজন শিক্ষার্থী যে সব সময় ক্লাসের শেষ বেঞ্চে বসে; দুর্ভাগ্যক্রমে কখনও ক্লাসের সেরা শিক্ষার্থীর চেয়ে বেশি নাম্বার পেলেও কখনও সে পাস করতে পারে না।'
বিডি-প্রতিদিন/২৩, মার্চ, ২০১৫/মাহবুব