সিডনি বসেই শুনেছেন ক্রিকেটারদের বরণ করতে জনতার ঢল নেমেছিল বিমানবন্দরে। থাকতে না পেরে হতাশ। আবার ভীষণ খুশিও। বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের নেপথ্যের কারিগর চন্ডিকা হাতুরাসিংহে। হাতুরার কোচিং পরিকল্পনাতেই কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররা। তিনি যেমন নেপথ্যে থেকে দল সাজিয়েছেন। মাঠে সামনে থেকে তেমনি নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বিশ্বকাপে তার নেতৃত্ব দেখে মুগ্ধ এ লঙ্কান কোচ।
বিশ্বকাপে কি প্রত্যাশা ছিল?
কোয়ার্টার ফাইনাল খেলাই ছিল মূল টার্গেট। তবে সেটা ছিল বিরাট চ্যালেঞ্জ। আমি মনে করি বিশ্বকাপে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন আমাদের টার্গেট ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ।
দায়িত্ব নিয়ে দলকে কীভাবে মোটিভেট করলেন?
ভারত সিরিজে আমি ক্রিকেটারদের পর্যবেক্ষণ করেছি। ক্রিকেটারদের খুব ভালোভাবে খেয়াল করে বুঝে নিয়েছিলাম, কোথায়-কোথায় উন্নতি করতে হবে তাদের। জেনেছি ক্রিকেটারদের ব্যক্তিত্ব ও মানসিকতা জেনেছি। সব বুঝার পর মনোবিদ ফিল জোন্সকে মনোনীত করি। সে ক্রিকেটারদের আÍবিশ্বাস বাড়াতে আলাদাভাবে কাজ করেন। সবাইকে বুঝাতে সমর্থ হন, তোমরা পার। জোন্স খুব ভালো কাজ করেছেন। ফিজিও মারিও ভিলাভারায়ণও ভালো কাজ করেছেন। খেয়াল করে দেখেন, বিশ্বকাপে আমাদের কোনো ইনজুরি ছিল না।
ক্রিকেটারদের স্কিল, না ক্ষিপ্রতা মুগ্ধ করেছে?
ক্রিকেটারদের স্কিল ভালো লেগেছে। আগে থেকেই জানতাম, বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিভাবান। দায়িত্ব নিয়ে শুধু মানসিকভাবে প্রস্তুত করেছি। এজন্য আমাকে সবার সঙ্গে আলাদাভাবে কাজ করতে হয়েছে। এখন আমি বলব সফল।
মাহমুদুল্লাহর ব্যাটিং অর্ডার পরিবর্তন...
আমার আস্থা ছিল মাহমুদুল্লাহর উপর। আমি জানতাম সে পারবে। তার সামর্থ্য আছে। ৭-৮ নম্বরে তার ব্যাটিং করাকে আমার মনে হতো সামর্থ্যরে অপচয়। তাই তাকে চারে ব্যাটিং করিয়েছি। মুশফিক এক সময় ৪ নম্বরে ব্যাটিং করত। সে আমাদের সেরা ব্যাটসম্যান। আন সাং হিরো। ইংল্যান্ডের বিপক্ষে তার ৮৯ রানের ইনিংসটি ছিল ম্যাচ উইনিং। দুজনেই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের ব্যাটসম্যানরা সব পরিস্থিতি সামলে ভালো ব্যাটিং করেছেন। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার রয়েছেন। কিন্তু আমরা খেলেছি একটি দল হিসেবে।
দলের দুই সেরা ব্যাটসম্যান মুশফিক ও সাকিবকে ৫-৬ পজিশনে ব্যাটিং করানো...
আমাদের টার্গেট জয়। প্রতিপক্ষ বিবেচনা করে তাই ব্যাটিং অর্ডার সাজিয়েছি। পরিকল্পিত ক্রিকেট খেলেছি বলেই সাফল্য পেয়েছি। মুশফিক চার নম্বরে ব্যাটিং করেছেন। কিন্তু কতটা ম্যাচ জিতিয়েছেন? দলের কথা ভেবেই সব কিছু করা হয়েছে।
তাহলে আপনার মূল অস্ত্র ‘জয়’?
অবশ্যই। জয়ের জন্যই খেলেছি।
সৌম্য কেমন ক্রিকেটার?
সৌম্য বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন হবে খুব তাড়াতাড়ি। আমার দেখা দেশের সেরা তরুণ ক্রিকেটার।
মুমিনুল...
মুমিনুলকে আরও অপেক্ষা করতে হবে। তিন নম্বর পজিশনে মুমিনুলের চেয়ে সৌম্য এগিয়ে। তবে এটা সত্যি মুমিনুল ভালো ক্রিকেটার। আমরা তাকে খেলাতে পারিনি কম্বিনেশনের জন্য।
ওপেনাররা পুরোপুরি ব্যর্থ। কেন?
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নতুন বলে খেলা খুবই কঠিন। আমাদের ওপেনাররা মানিয়ে নিতে পারেননি। রান করতে না পারায় অন্য যে কারও চেয়ে তামিম অনেক বেশি হতাশ। সে রান না পেলেও আমি মনে করি সে বিশ্বমানের ক্রিকেটার।
মাশরাফির নেতৃত্ব নিয়ে কিছু বলুন...
এটা আমার সিদ্ধান্ত নয়। বোর্ড ও তার ওপর নির্ভর করছে। সাতটি অস্ত্রোপচার নিয়ে সে যে রকম ক্রিকেট খেলেছে, সেটা অসাধারণ। অধিনায়ক হিসেবে দুর্দান্ত। তুখোর দলনেতা মাশরাফি।
তিন জন বাঁ হাতি স্পিনার নেওয়ার কারণ কি?
আমি তো তাদের নেইনি।
দলে কোনো শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে?
না। এতদিন ধরে আছি, দলে কোনো সমস্যা দেখছি না।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মাশরাফির নেতৃত্বে মুগ্ধ হাতুরাসিংহে
আসিফ ইকবাল সিডনি থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর