বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলে দেশবাসীর স্বপ্ন পূরণ করেন মাশরাফিরা। কিন্তু দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের নীতি বহির্ভূত ও লজ্জাজনক আম্পায়ারিংয়ে সেমিফাইনালে খেলার স্বপ্নকে বিসর্জন দিয়ে দেশে ফিরতে হয় টাইগারদের। কষ্ট, বেদনা নিয়ে দেশে ফিরলেও ক্রিকেটাররা এখন বীর। তাদের সাফল্যে আনন্দিত দেশবাসী। কোয়ার্টার ফাইনালের বেড়া টপকাতে না পারলেও মাশরাফি, সাকিবদের পকেট স্ফীত হচ্ছে বড় আকারে। গ্রুপ পর্বের গন্ডি ডিঙিয়ে কোয়ার্টার ফাইনাল খেলায় সব মিলিয়ে ক্রিকেটাররা বোনাস পাচ্ছেন প্রায় ৫ লাখ ২৮ হাজার ডলার বা ৫ কোটি টাকার সামান্য বেশি (ডলার ৭৮ টাকা করে)। ক্রিকেট মহাযজ্ঞে দুর্দান্ত পারফরম্যান্স করে দুই ধারায় বোনাস পাচ্ছেন মাশরাফিরা। প্রথম ধারায় পাচ্ছেন আইসিসি থেকে এবং দ্বিতীয় ধারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রীড়ামন্ত্রণালয় থেকে। বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচ বোনাস ঘোষণা করেছিল আইসিসি। গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য ৫২ হাজার মার্কিন ডলার। সে হিসেবে তিন জয়ের জন্য টাইগাররা পাচ্ছেন ১ লাখ ৫৬ হাজার ডলার। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা না হওয়ায় পাচ্ছেন ২৬ হাজার ডলার। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কাছে হারায় ম্যাচ দুটি থেকে কোনো অর্থ পাচ্ছে না টাইগাররা। তবে তিন জয় ও এক ড্রয়ে গ্রুপ পর্ব থেকে মাশরাফিরা পাচ্ছেন ১ লাখ ৮২ হাজার ডলার বা ১ কোটি ৪২ লাখ টাকা। কোয়ার্টার ফাইনালে হারলেও বড় অংকের অর্থ বোনাস পাচ্ছেন টাইগাররা। অর্থের পরিমাণ ৩ লাখ ৪৬ হাজার ডলার বা ২ কোটি ৭০ লাখ টাকা। সব মিলিয়ে আইসিসি থেকে বোনাসের পরিমাণ ৫ লাখ ২৮ হাজার ডলার বা ৪ কোটি ১২ লাখ টাকা । সব মিলিয়ে বোনাস ৬ লাখ ৫৮ হাজার ডলার বা ৫ কোটি ১৪ লাখ টাকা। সঙ্গে রয়েছে ক্রীড়ামন্ত্রণালয়ের আরও ২০ লাখ টাকা। আইসিসির বোনাস ৪ কোটি টাকার সামান্য উপরে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বোনাস ঘোষণা করে বিসিবিও। আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে বিশ্বকাপে। দল যাতে কোয়ার্টার ফাইনালে খেলতে পারে, সেজন্য দুই ভাগে বোনাস ঘোষণা করে বিসিবি। আইসিসি সহযোগী দেশগুলোর বিপক্ষে জিতলে ৫ হাজার ডলার দেওয়া ঘোষণা দেয় বিসিবি। টেস্ট খেলুড়ে দেশগুলোকে হারালে ২০ হাজার ডলার এবং কোয়ার্টার ফাইনাল ১ লাখ ডলার। তিন জয় এবং কোয়ার্টার ফাইনাল মিলিয়ে বোনাসের পরিমাণ ১ লাখ ৩০ হাজার ডলার বা ১ কোটি ২ লাখ টাকা। আইসিসি ও বিসিবির ঘোষিত বোনাসের পরিমাণ ৬ লাখ ৫৮ হাজার ডলার বা ৫ কোটি ১৪ লাখ টাকা। বিসিবি ও আইসিসির ঘোষিত বোনাসের বাইরে ক্রীড়ামন্ত্রণালয় দেবে আরও ২০ লাখ টাকা। সব মিলিয়ে স্বপ্নের বিশ্বকাপ শেষ করে মাশরাফিরা বোনাস পাচ্ছেন ৫ কোটি ৩৪ লাখ টাকা। হয়তো বিরাট অংকের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা। কারও কারও কোষাগারে অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। তারপরও ক্রিকেটাররা বিশ্বকাপ থেকে যে অভিজ্ঞতা ও আত্দবিশ্বাস নিয়ে গেছেন সেটা ভবিষ্যতের পথকে মসৃণ করবে আরও।