২৭ মার্চ থেকে ঢাকার মাঠে গড়াচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাছাই পর্ব লড়াইয়ে বাংলাদেশ ছাড়াও খেলবে সিরিয়া, উজবেকিস্তান ও ভারত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে বাংলাদেশ জাতীয় দল নৈপুণ্যতার স্বাক্ষর রেখেছে। ফাইনালে দুর্ভাগ্যক্রমে মালয়েশিয়ার সঙ্গে জিততে পারেনি। ক্রিকেট উত্তাপে জুনিয়র ফুটবল কতটা জমে উঠবে এ নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক। কিন্তু বাফুফে এসব নিয়ে কিছু চিন্তা করছে না। চাচ্ছে শুধু সাফল্য। দলকে প্রস্তুত করতে কোচ লোডডিক ক্রুইফ ব্যস্ত সময় কাটাচ্ছেন। সঙ্গে এনেছেন গোলরক্ষক প্রশিক্ষকও। রবিবার প্রস্তুতি ম্যাচে ফেডারেশন কাপ বিজয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে। সোহেল রানা জয়ের নায়ক। আর এ জয়ে মাঠে নামার আগে ক্রুইফের শিষ্যদের আত্দবিশ্বাস বেড়ে গেছে। ক্রুইফ বলেছেন, ছেলেদের ব্যাপারে আমি আশাবাদী। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।