সকালে বৃষ্টি হয়েছে। খুব জোরে নয়। তবে সারা দিনের বৃষ্টি অন্ধকার করে রেখেছে সিডনির আকাশ। কাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ। বৃষ্টির কথা বলা আছে আবহাওয়ার খবরে। তাই শঙ্কিত এসসিজির কিউরেটর পিটার পার্কার। মাঠ ঢেকে রাখার সময় বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। দেখছিলেন আর নির্দেশনা দিচ্ছিলেন গ্রাউন্ডসম্যানদের। কিউরেটরের মতো শঙ্কিত ভারতীয় মিডিয়ার লোকজনও। তারা শঙ্কিত ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। ম্যাচ হবে কি না, কিংবা ম্যাচের ফল কি হতে পারে, জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতীয় ক্রিকেটারদের। তাই ক্ষুব্ধ ভারতীয় মিডিয়া। তবে কথা বলেছেন অসি ওপেনার অ্যারন ফিঞ্চ। স্বাগতিক বলে কালকের ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়া। তারপরও দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ফিঞ্চ।
কোয়ার্টার ফাইনালে দুরন্ত ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারত সেমিতে উঠে এসেছে দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দারের সহায়তায় বাংলাদেশকে হারিয়ে। আগামীকাল দুই দল মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে। ১৯৭৫ সাল থেকে টানা বিশ্বকাপ খেলছে দুই দল। তবে প্রথম মুখোমুখি হয় ১৯৮৩ সালে। সর্বশেষ খেলে ২০১১ সালে। সেই ম্যাচে জয় পায় ভারত যুবরাজ সিংয়ের অলরাউন্ডিং পারফরম্যান্সে। কাল মুখোমুখি হওয়ার আগে অসি ওপেনার অ্যারন ফিঞ্চ ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেন, 'ভারত ভালো ক্রিকেট খেলছে। আমরাও ফর্মে রয়েছি। সে হিসেবে আমি মনে করি উপভোগ্য লড়াই হবে ম্যাচে।'
প্রথম ম্যাচে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রান করেন ফিঞ্চ। এরপর অবশ্য নিজেকে হারিয়ে ফেলেন। খেলতে পারেননি বড় কোনো ইনিংস। ১৪, ৪, ২৪, ২০ ও ২ রান করে এই বাঁ হাতি ওপেনার। নিজের ফর্ম নিয়ে খুব চিন্তিত ফিঞ্চ, 'আমি চেষ্টা করছি ফর্মে ফিরতে। আশা করছি সেমিতে খেললে রান করতে পারব।' ফিঞ্চ রানের আশা করছেন। তবে উইকেট কেমন হচ্ছে, সে সম্পর্কে ভালো ধারণা দেননি, 'উইকেট কেমন হবে বলতে পারছি না। তবে মনে হচ্ছে স্পিনাররা একটু সুবিধা পাবেন।' উইকেট যাতে হার্ড ও বাউন্সি না হয়, সেজন্য আইসিসির ওপর চাপ দিয়ে আসছে ভারতীয় ক্রিকেটবোর্ড। শেষ পর্যন্ত হয়তো ভারতীয় চাপের মুখে নতি স্বীকার করতে পারে আইসিসি।