ফাইনাল স্বপ্ন আর পূরণ হলো না দক্ষিণ আফ্রিকার। প্রথম সেমিফাইনালে কাল তারা নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ৪ উইকেটে। বৃষ্টিবিঘি্নত ম্যাচে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ ওভারে ২৯৮ রানের টার্গেটে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এমন হারে যন্ত্রণা কম থাকলেও সমর্থকদের জন্য খুবই খারাপ লাগছে প্রোটিয়া দলপতি এ বি ডি ভিলিয়ার্সের। তিনি বলেন, 'এটা ভেবে খারাপ লাগছে যে, আমরা যে দর্শকের জন্য খেলি তাদের দেশে ফিরে যেতে হচ্ছে। অথচ তারা ফাইনাল দেখার আশা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তবে এটা ঠিক, আমরা ফাইনালে যেতে না পারলেও তাদের সমর্থন আমাদের প্রতি থাকবেই।' কালকের ম্যাচে হার সম্পর্কে ভিলিয়ার্স বলেন, 'সত্যিই এটা অদ্ভুত এক ক্রিকেট ম্যাচ। শুধু এ কথা বলব, নিউজিল্যান্ড সেরা হিসেবেই ফাইনালে উঠেছে। তবে তাদের দর্শকরা যেভাবে চিৎকার করে সমর্থন দিয়েছেন মাঠে, এর আগে এমন দৃশ্য আমার চোখে পড়েনি। তবে এটা ঠিক যে, এ ম্যাচে আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারিনি।'