কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ খেলেছে। সিডনিতে গতকাল অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি বাংলাদেশের সাংবাদিকদের এ কথাই বললেন। ভারত-অস্ট্রেলিয়ার সেমিতে কার জেতার সম্ভাবনা রয়েছে, এ প্রসঙ্গে ব্রেটলি বলেন, দুই দলের শক্তি প্রায় সমান। এমন টেনশনপূর্ণ ম্যাচে কে যে জিতবে বলা মুশকিল। বাংলাদেশের কথা উঠতেই তিনি বলেন, ক্রিকেটে দেশটি আগে থেকেই ভালো খেলছে। তারপরও কোনো ধারাবাহিকতা ছিল না। দেখা যেত এক ম্যাচ ভালো খেললেও পরের ম্যাচে শোচনীয় হার মানছে। কার্ডিফে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। সেই ম্যাচে আশরাফুলের অসাধারণ ব্যাটিং এখনো মনে রয়েছে। বাংলাদেশের কাছে সব শক্তিশালী দলই হার মেনেছে। কিন্তু এবারে বিশ্বকাপে মাশরাফিরা যে নৈপূণ্য প্রদর্শন করেছে তা সত্যিই অসাধারণ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে দক্ষতার স্বাক্ষর রেখেছে। ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। আমি এ নিয়ে কিছুই বলব না। কারণ ভুল বা ইচ্ছাকৃত মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে এটা বলব বাংলাদেশ যদি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে শেষ আটে শেষ নয়। বাংলাদেশ সামনে বিশ্বকাপ জয় করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।