ইউক্রেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের খেলতে পারবেন না ব্রাজিল বংশোদ্ভুত এই স্প্যানিশ তারকা দিয়েগো কস্তা। হ্যামস্ট্রিং ইনজুরিই কস্তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে (রবিবার) খেলার সময় ইনজুরিতে ভোগেন কস্তা। ৩-২ গোলে জেতা ম্যাচটিতে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
উল্লেখ্য, ২৮ মার্চ রাত পৌনে দুইটায় ইউরো বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ০১ এপ্রিল রাত পৌনে ১টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসরা।