তৃতীয়বারের মতো উয়েফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিশেল প্লাতিনি। মঙ্গলবারই ইউরোপ সেরা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদে আসীন হন ফরাসি কিংবদন্তি এ ফুটবলার।
২০০৭ থেকে উয়েফার প্রেসিডেন্ট পদে প্লাতিনি। মঙ্গলবার এই পদে পুনঃনির্বাচিত হলেন সাবেক ফরাসি এ অধিনায়ক। তৃতীয়বার প্রেসিডেন্টের চেয়ারে বসেই কংগ্রেস প্রতিনিধিদের প্লাতিনি জানিয়ে দেন যে, গুজবে কান দিতে নেই।
পরবর্তী চার বছর ফের ইউরোপীয় ফুটবলের বস হিসেবে দায়িত্ব পালন করবেন প্লাতিনি। ৫৪ সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্টের চেয়ারে বসলেন তিনি। সেইসঙ্গে আগামী চার বছর ফিফার ভাইস-প্রেসিডেন্টের চেয়ারেও থাকবেন তিনি।
এদিকে, সাম্প্রতিককালে উয়েফা ও ফিফার সম্পর্ক বেশ তিক্ত যাচ্ছে। আগামী মে মাসে ফিফা প্রেসিডেন্টের নির্বাচনে সেপ ব্লাটারের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে উয়েফা। তবে বিরোধ সত্ত্বেও ফিফার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্লাতিনি। এ প্রসঙ্গে ৫৯ বছর বয়সী উয়েফা প্রেসিডেন্টের বক্তব্য, '২৯ মে ফিফা প্রেসিডেন্টের নির্বাচনের ফল যাই হোক না কেন, ফিফার সঙ্গে হাতে হাত রেখে কাজ করবে উয়েফা।'
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ২০১৫/শরীফ