অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ১১তম বিশ্বকাপে সফল অভিযান শেষে দেশে ফিরে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার ও সাতক্ষীরার কৃতিসন্তান সৌম্য সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন ও সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান সৌম্য সরকারের গলায় জাতীয় পতাকা পরিয়ে তার হাতে ক্রেস তুলে দেন। এ সময় সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমী ও হাজার হাজার দর্শক করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। জন্মস্থান সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে এমন প্রাণঢালা সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিশ্বকাপে দারুন পারফর্ম করা সৌম্য।
এরপর সংক্ষিপ্ত বক্তৃতাকালে সৌম্য সরকার দেশের হয়ে শতভাগ উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আজ আনন্দিত ও গর্বিত। দেশের হয়ে যতদিন ক্রিকেট খেলব ততদিন শতভাগ ভাল খেলাটা উপহার দিয়ে দেশ ও সাতক্ষীরার মুখ উজ্জ্বল করব।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এ কথা উল্লেখ করে সৌম্য সরকার আরও বলেন, আমি স্বাধীনতা দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বাবা-কাকাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প, বাংলার দামাল ছেলের বীরোত্বগাঁথা আন্দোলন সংগ্রামের ইতিহাস শুনেছি। তাই আগামিতে খেলার মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে দেশের মান মর্যাদা রক্ষা করার চেষ্টা করব।
বাংলাদেশ দল আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে বিজয় ট্রফি ছিনিয়ে আনবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন এ টাইগার অলরাউন্ডার।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৫/মাহবুব