সিডনি উইকেটে এবারের বিশ্বকাপে যেভাবে রান উঠছে, তাই ভারতকে ৩২৯ রানের টার্গেট দিয়েও হয়তো স্বস্তিতে ছিলেন না মাইকেল ক্লার্ক। তবে এটাও ঠিক যে, ভারতকে জিততে হলে সৃষ্টি করতে হতো নতুন ইতিহাস। কেননা মেলবোর্নে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আর নেই। তবে কাল অসি বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। যদিও সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ, তবে ক্লার্কের দৃষ্টিতে বোলাররাই সেরা। তিনি বলেন, 'কী আর বলব? এ ম্যাচে অসাধারণ বোলিং করেছেন বোলাররা। তারা নিখুঁত লাইন-লেন্থ বজায় রাখার জন্যই বেশি রান করতে পারেনি ভারত। তবে স্মিথ দারুণ ব্যাটিং করেছেন।'
আজ মেলবোর্নের উদ্দেশে রওয়ানা হবেন ক্লার্করা। সেখানেই ২৯ মার্চ ফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অসি অধিনায়ক মনে করেন, ভারতের বিরুদ্ধে ম্যাচে যেভাবে ক্রিকেটারদের নিজেদের উজাড় করে দিয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেরা পারফরম্যান্সই দেখাতে হবে।'