অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আর এতে রেগে ফুঁসে আছে পুরো ভারতবাসী। তাদের অনেকেই এই হারের জন্য দায়ী করছে বিরাট কোহলির ১ রানে আউট হয়ে যাওয়াকে। আবার বিরাট কোহলির হতাশাজনক পারফরমেন্সের জন্য দায়ী করেছেন প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে!
সেমিফাইনাল ম্যাচে গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে উপস্থিত ছিলেন আনুশ্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কারণে তাকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। ভারতজুড়ে কোহলি-আনুশকার ছবি-পোস্টার পোড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে নানা উচ্ছৃঙ্খল স্লোগানও। কেউবা আবার আনুশকার বাড়িলে ঢিল ছোড়ার পরামর্শ দিচ্ছেন।
সব মিলিয়ে এই যখন অবস্থা তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সৌরভের দাবি আনুশ্কা শর্মার ওপর অযথাই দোষ চাপানো হচ্ছে।
এনডিটিভি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে গাঙ্গুলী বলেন, ‘প্রেম করা অন্যায়ের কিছু না। আনুশকা কি ভুল করেছে। সে শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে গিয়েছে। তার ওপর অযথা দোষ চাপানো ভুল হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রেম করা অন্যায়ের কিছু না।’ বিরাট কোহলি সেমিফাইনাল ম্যাচে মাত্র ১ রানে আউট হন। ভারতীয় দল হেরে যায় ৯৫ রানে। বড় ব্যবধানে হারের কারণেই বিরাটের ওপর দোষ চাপানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৫/মাহবুব