ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারৃকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন স্বদেশী ফুটবল কিংবদন্তী পেলে। তিনি বলেছেন, নেইমার একজন ভালো খেলোয়াড়, একজন চমৎকার তরুণ ফুটবলার। সন্দেহ নেই যে সে হতে যাচ্ছে বিশ্বের একজন বড় তারকা। কিন্তু নেইমারের পক্ষে নতুন রাজা, আরেক পেলে হওয়া অসম্ভব বলে মনে করেন পেলে নিজেই।
গত মাসে ২৩ বছরে পা রাখা নেইমার এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৪২টি। আর দীর্ঘ ক্যারিয়ারে পেলে করেছেন মাত্র ৭৭টি। সবমিলিয়ে পেলের রেকর্ড ভাঙার জন্য লম্বা পথ পড়ে আছে নেইমারের সামনে। কিন্তু তারপরও কি তার পক্ষে পেলে হও্রয়া সম্ভব?
কিন্তু ৭৪ বছর বয়সী ব্রাজিলিয়ান আইকন জানান যে তার সব কীর্তি যদি নেইমার ভেঙেও দেয় তবুও তাকে তার পর্যায়ে বিবেচনা করা হবে না।' পেলে বলেন, 'ফুটবলের রাজা হিসেবে নেইমার কখনো আমার স্থান পূরণ করতে পারবে না। এমনকি অামার গোল স্কোরিং রেকর্ড ভেঙে দিলেও।'
এদিকে, আগামী বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন পেলে। ব্রাজিলের কোচ হিসেবে আগামী বিশ্বকাপে দুঙ্গাকেও সমর্থন জানিয়েছেন এই ফুটবল কিংবদন্তী।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ২০১৫/শরীফ