টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুই দিনব্যাপী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড গলফ কাপ টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে। আজ শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।
টুর্নামেন্টে সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং নিয়মিত গলফারসহ সর্বমোট ৯০ জন গলফার অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা