একাদশ বিশ্বকাপের সেরা ভারতীয় খেলোয়াড় হিসেবে মনোনিত হয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। টাইমস অব ইন্ডিয়ার এক পাঠক অনলাইন জরিপে ৩১ শতাংশ ভোট পেয়ে এক নম্বরে উঠে আসেন তিনি। জরিপটিতে ৬৩ হাজারের বেশি পাঠক অংশ নেন।
জরিপে বিশ্বকাপের দ্বিতীয় সেরা ভারতীয় খেলোয়াড় হয়েছেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি। তিনি ২৯ শতাংশ ভোট পেয়েছেন। সামি চলতি বিশ্বকাপে ১৭টি উইকেট পেয়েছেন। তবে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন উমেশ যাদব। আর ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ১৪ শতাংশ ভোট পেয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন। অথচ শিখরই বিশ্বকাপে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রান করেছেন।
এদিকে, চলতি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেও তালিকায় চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি। তিনি পেয়েছেন ১০ শতাংশ ভোট। সেমিফাইনালে মাত্র ১ রান করেই আউট হয়েছিলেন কোহলি। আর উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ৪ শতাংশ করে ভোট।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ২০১৫/শরীফ