বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর সমর্থকদের অযৌক্তিক রোষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির প্রেমিকা আনুশকা শর্মা। সিডনিতে খেলা দেখতে গিয়েছিলেন তিনি। ওই ম্যাচে কোহলি এক রানে আউট হয়ে যান। ভারতও ম্যাচ হারে ৯৫ রানে। এরপরই সমর্থকদের একাংশ অযৌক্তিকভাবে অানুশকার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তার কুশপুত্তলিকাও পোড়ানো হয়। অপয়া আখ্যা দেওয়া হয়। অথচ, সেদিন মাঠে যাওয়ার ইচ্ছে ছিল না অানুশকার। কোহলির জেদের কারণেই তিনি সিডনির গ্যালারিতে উপস্থিত হন। ভারতীয় একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেমিফাইনাল ম্যাচে অানুশকা আসুক এমনটাই চেয়েছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। অানুশকার এক বান্ধবীকে উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, সিডনির গ্যালারিতে অানুশকার উপস্থিতি চেয়েছিলেন কোহলি। ঘনিষ্ঠদের অানুশকা বলেছিলেন যে, তিনি মাঠে যেতে চান না। ম্যাচ চলাকালে তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাননি। কিন্তু কোহলি বলায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৫/এস আহমেদ