সত্তর-আশির দশকে প্রতিটি দলই খেলাতো চার পেসার। চার পেসার ছাড়া একাদশ সাজানোর কথা তখন চিন্তাই করা যেত না। মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টস ও কলিন ক্রফট-এই চতুষ্টয় পেসার প্রতিপক্ষকে গুঁড়িয়ে, ধ্বসিয়ে কত জয় উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। তার কোনো হিসাব নেই। চার ক্যারিবীয় পেসারের বোলিং তাণ্ডবে অস্থির থাকত প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। সে সময় দলগুলোর পাশাপাশি লড়াই হতো ব্যাটসম্যান ও পেসারদের মধ্যে। এখন সময় পাল্টেছে। বদলেছে নিয়ম-কানুন। ক্রিকেট এখন শুধুই ব্যাটসম্যানদের খেলা। বোলারদের উপস্থিতি শুধু সহায়ক ভূমিকায়। চার পেসার খেলানো এখন বিলাসিতা। সেই বিলাসিতাই কাল দেখালো বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে (!) মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেনের সঙ্গে তরুণ মুস্তাফিজুর রহমানকে খেলিয়ে জন্ম দিল বিস্ময়ের! তাহলে কি চন্ডিকা হাতুরাসিংহের হাত ধরে নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশের ক্রিকেট? চার পেসার মাঠে নামানোর সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ মুস্তাফিজ ৫, তাসকিন ২ ও মাশরাফি ১ উইকেট নেওয়ায়। অর্থাৎ প্রতিপক্ষের ১০ উইকেটের মধ্যে ৮টিই নেন পেসাররা। কোচ হাতুরাসিংহে টেস্টে এক পেসার নামিয়ে যে সমালোচনার সম্মুখিন হয়েছিলেন তার চমক দেখালেন ওয়ানডেতে চার পেসার নামিয়ে।
আগেরদিন সংবাদ সম্মেলনেও একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি টাইগার অধিনায়ক মাশরাফি। শুধু জানিয়েছিলেন, ম্যাচ শুরুর আগে উইকেট দেখে একাদশ সাজাবেন। তারপরও বুঝা যায়নি সফল বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে বসে থাকতে হবে সাজঘরে। কেউ বলতে পারেননি মাশরাফি, তাসকিন ও রুবেলের সঙ্গে একাদশে থাকবেন মুস্তাফিজ। ম্যাচ শুরুর আগে একাদশ দেখে টনক নড়ে উঠেছেন গোটা দেশের ক্রিকেটেপ্রেমীরা। উইকেটে কি এমন আছে, যার জন্য চার পেসারকে খেলাতে হলো? শুধুই কি চার পেসার, সৌম্য সরকারকে নিয়ে সংখ্যা পাঁচ! গত জুনে ভারত যখন ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল ঢাকায়, তখন তাদের বেঁধে রাখতে বানানো হয়েছিল পেস সহায়ক উইকেট। সাফল্যও পেয়েছিল বাংলাদেশ। অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে তাসকিন ১০৫ রানে গুটিয়ে দিয়েছিলেন ভারতকে। গতি ও বাউন্সারের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা জেনেই হয়তো হাতুরাসিংহে চার পেসার খেলানোর বিলাসিতা দেখালেন!
বিশ্বকাপে মাশরাফি-রুবেল-তাসকিন গতির ঝড় তুলে চমকে দিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে। পেসারত্রয় নিয়মিত বোলিং করেছেন ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে। কালকের ম্যাচে এই তিন পেসারের খেলা ছিল নিশ্চিত। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে অভিষেকেই শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজকে আউট করে তাক লাগানো মুস্তাফিজের উপর আস্থা রাখেন টিম ম্যানেজমেন্ট। কাল ১১৮ নম্বর ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হলো বাঁ হাতি পেসারের। অবশ্য এই প্রথম চার পেসার দিয়ে একাদশ সাজানো হয়নি। ২৯ বছর আগে অভিষেক ওয়ানডেতেও চার পেসার খেলিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে খেলেছিলেন গোলাম নওশের প্রিন্স, সামিউর রহমান, জাহাঙ্গীর শাহ বাদশা ও গোলাম ফারুক সুরু। পরের ম্যাচেও খেলেছিলেন এই চার পেসার। প্রিন্স ছিলেন বাঁ হাতি পেসার। এবার বাঁ হাতি পেসার মুস্তাফিজ।
চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে খেলার রেকর্ডও রয়েছে বাংলাদেশের। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৫ রানের ঐতিহাসিক জয়ে খেলেছিল চার পেসার। টাইগার অধিনায়ক মাশরাফি খেলেছিলেন সেবার এবং হয়েছিলেন ম্যাচ সেরা। ৩৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি ৯ ওভারে ৩৬ রানে নিয়েছিলেন বীরেন্দার শেবাগ ও মহেন্দ্র সিং ধোনির উইকেট। তাপস বৈশ্য ১০ ওভারে ২ উইকেট নিয়েছিলেন ৩৫ রানে। টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদের স্পেল ছিল ৯.৫-২-৪০-২। নাজমুল ৭ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। তবে ওই ম্যাচে পঞ্চম সিমার হিসেবে ২ ওভার বোলিং করেছিলেন আফতাব। সুতরাং চার পেসার খেলানোর রেকর্ডস অতীতেও রয়েছে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস : ৪৯.৪ ওভারে ৩০৭/১০ (তামিম ৬০, সৌম্য ৫৪, সাকিব ৫২, সাব্বির ৪১, নাসির ৩৪, মাশরাফি ২১, অশ্বিন ৩/৫১, কুমার ২/৩৭, যাদব ২/৫৮)।
ভারত ইনিংস : ৪৬ ওভারে ২২৮/১০ (রোহিত ৬৩, রায়না ৪০, জাদেজা ৩২, ধাওয়ান ৩০, মুস্তাফিজ ৫/৫০, তাসকিন ২/২১, সাকিব ২/৩৩, মাশরাফি ১/৫৩)।
ফলাফল : বাংলাদেশ ৭৯ রানে জয়ী। ম্যাচ সেরা : মুস্তাফিজুর রহমান
শিরোনাম
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
চার পেসারের চমক
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর