মধুর প্রতিশোধ! টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কোনোভাবেই মানতে চাইলেন না। বললেন, 'ক্রিকেট মাঠের খেলা। মাঠের মধ্যেই থাকা উচিত। সবারই পরিবার-পরিজন রয়েছে। ক্রিকেটটাকে মাঠের বাইরে আনা উচিত নয় কোনোভাবে।' ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারানোর পর পুরো দেশ যখন ভাবছে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের প্রতিশোধ, তখন টাইগার অধিনায়ক দেখাচ্ছেন স্পোর্টসম্যান স্পিরিট! গেমম্যানশিপ দেখিয়ে টাইগার অধিনায়ক প্রতিশোধের কথা না বললেও এই জয় বেশ কয়েক ধাপ এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। এগিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে। পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। এক ধাপ এগিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পথে। প্রতিবেশী ভারতকে প্রতিশোধের ম্যাচে, আবেগের ম্যাচে, অহংবোধের ম্যাচে হারিয়ে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট এখন ৯১। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পরের পাঁচ ম্যাচে এক জয়ই যথেষ্ট মাশরাফিদের। গত এক বছর ধারাবাহিক ক্রিকেট খেলতে থাকা টাইগাররা যদি পাঁচ ম্যাচের সবগুলো জিতে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না!
মাশরাফিরা ওয়ানডে সিরিজ খেলতে নামেন ৮৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে থেকে। সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশের সামান্য ব্যবধানে এগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট ৮৭। সিরিজ যদি টাইগাররা ৩-০ ব্যবধানে জিতে, তাহলে র্যাঙ্কিং পয়েন্ট হবে ৯৬। ব্যবধান ২-১ হলে পয়েন্ট হবে ৯৩। ১-২ ব্যবধানে হেরে গেলেও র্যাঙ্কিংয়ে উপরে থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জেতায় এখন সাত নম্বর নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। দুটি ম্যাচ জিতলে কোনো হিসাবের দিকে তাকাতে হবে না বাংলাদেশকে। তখন শ্রীলঙ্কার বিপক্ষে পরিষ্কার ব্যবধানে পাকিস্তান সিরিজ জিতলেও কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম খেলবে বাংলাদেশ, তা নয়। আয়োজক ছিল ১৯৯৮ সালের। ২০০০, ২০০২ ও ২০০৪ সালে খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০০৬ সালে আইসিসির নতুন নিয়মে পথরুদ্ধ হয়ে পড়ে টাইগাররা। তবে ২০০৬ সালে বাছাই পর্ব খেলেছিল ভারতে। জিম্বাবুয়েকে হারালেও হেরেছিল শ্রীলঙ্কার কাছে। ফলে খেলতে পারেনি চূড়ান্ত পর্ব। র্যাঙ্কিং প্রথা চালু হওয়ায় পরের আসরগুলোতে খেলার সুযোগ পায়নি। এবার সুযোগ হয়েছে খেলার। এ জন্য চাই মাত্র এক জয়। আর সেটা আজ বাদে কালই নিশ্চিত হয়ে যেতে পারে।
সিরিজটি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার হাতছানির। একইভাবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানেরও। তবে ভারতকে হারিয়ে যদি সিরিজ জিতে যায় বাংলাদেশ, তাহলে বাদ পড়ার সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে নিতে পারবে পাকিস্তানও।