লন্ডনে গ্রীষ্মেও তাপমাত্রা ২৫ ডিগ্রির উপর খুব একটা থাকে না। সেখানে হঠাৎ করে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড! উইম্বলডন গতকাল একটা ভয়াবহ দিনই অতিক্রম করল। ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই খেলতে হলো টেনিস তারকাদের। তাপমাত্রার দিক থেকে এটা একটা রেকর্ডই। উইম্বলডনে কখনোই এত উচ্চ তাপমাত্রায় খেলা হয়নি। তাপমাত্রা বেড়ে গেলে খেলা স্থগিত হতে পারে বলে অনেক মিডিয়ায় খবর রটেছিল আগেই। লন্ডনের চেয়েও বেশি তাপমাত্রা ছিল গতকাল ফ্রান্সে।