বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-২০ সিরিজ, তিন ম্যাচ একদিনের সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দেশ দুটির মধ্যকার টি-২০ ম্যাচ দুটি শুরু হবে দুপুর ১টা থেকে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে বেলা ১২টা থেকে। আর টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফরকারী দল, দুই দলের খেলোয়াড় ও স্টেডিয়ামে দর্শকশ্রোতাদের সুবিধার্থে সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানান।
সদ্য শেষ হওয়া বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হয় স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় এবং একমাত্র টেস্টটি শুরু হয় সকাল ১০টায়।
উল্লেখ্য, বাংলাদেশ বনাম দক্ষিণ অাফ্রিকার টি-২০ সিরিজ শুরু হবে ৫ জুলাই। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৭ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচটিও হবে একই ভেন্যুতে। আর তিন ম্যাচ একদিনের সিরিজ শুরু হবে ১০ জুলাই থেকে। মিরপুরেই হবে ম্যাচটি। দ্বিতীয় একদিনের ম্যাচটি ১২ জুলাই একই ভেন্যুতে হবে। আর তৃতীয় একদিনের ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এদিকে, বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। প্রথম টেস্ট ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ জুলাই থেকে শুরু হবে। আর শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুরে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত।
বিডি-প্রতিদিন/১ জুলাই ২০১৫/শরীফ