বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা এখনো লিওনেল মেসিদের কাঁদায়। কেবল মেসিদের নয়, পুরো আর্জেন্টিনাকেই। সেই আক্ষেপ দূর করার জন্যই কোপা আমেরিকা জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল আলবেসিলেস্তরা। মেসি বলছিলেন, সবকিছু উজাড় করে দিয়ে হলেও এবার শিরোপাটা তার চাই। আর্জেন্টাইন ফুটবল জাদুকর যে নিজেকে কতটা উজাড় করে দিতে পারেন তার একটা দৃষ্টান্ত স্থাপন করলেন গতকাল ভোরে। কোপা আমেরিকায় প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অথচ এর মধ্যে একটা গোলও নেই মেসির নামের পাশে! সরাসরি তিনটা গোলে এসিস্ট করেছেন তিনি। বাকি তিনটাতেও ছিল তার অবদান। গোল হয়তো করেনি মেসি, কিন্তু পুরো দলটাকে ম্যাচজুড়ে উজ্জীবীত করে রেখেছেন। ম্যাচসেরার পুরস্কারটা তার হাতে উঠল এ কারণেই। অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি এবং মার্কোস রোহো, পাস্তোর, আগুয়েরো ও হিগুয়েন একটি করে গোল করলেন। ম্যাচজুড়ে কেবল চোখে পড়ল লিওনেল মেসির চোখ ঝলসানো পারফরম্যান্স আর আর্জেন্টাইন আক্রমণভাগের নৈপুণ্য। প্রতিপক্ষের ডিফেন্সে মুহূর্তেই ফাটল ধরাচ্ছেন মেসিরা, ব্যূহ ভেদ করে ঢুকে পড়ছেন বিপদসীমায়, তারপর গোল। মেসি এদিন কিছুটা নেমে গেলেন নিচের দিকে। ডিপ মিডফিল্ড থেকে বল তুলে আনলেন প্রতিপক্ষের ডি বক্সের কিনারায়। এখানে প্যারাগুয়ের ডিফেন্স লাইন ভেঙেচুরে একাকার হয়ে গেল। মেসি, আগুয়েরো, ডি মারিয়া, পাস্তোরেদের রুখতে গিয়ে কোনো কুল পেল না প্যারাগুয়ে। আর্জেন্টাইন ডিফেন্স লাইনের দুর্বলতা ঢাকা পড়ল মেসিদের আক্রমণের তীব্রতায়। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচেই ভক্তরা দেখল আলবেসিলেস্তদের চূড়ান্ত রূপ। এই ধারা ধরে রাখতে পারলে ফাইনালে চিলিও খুব বড় বাঁধা হয়ে দেখা দিতে পারবে না মেসিদের স্বপ্ন পূরণের পথে। সেই ১৯৯৩ সালে কোপা আমেরিকা শেষবারের মতো জয় করেছিল আর্জেন্টিনা। এরপর আর কোনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি তারা (২০০৮ অলিম্পিক স্বর্ণ ছাড়া)। ২০০৪ ও ২০০৭ কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরেই শিরোপাবঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা। এবারে কি পূরণ হবে আর্জেন্টিনার স্বপ্ন!
শিরোনাম
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
- বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া অনুষ্ঠিত
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চার শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
- পাহাড়ে পর্যটক সংকট
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য : জিল্লুর রহমান
ফাইনালে মেসির অনন্য আর্জেন্টিনা
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর