সেন্ট্রাল উইকেটে ব্যাটিং অনুশীলনে কখনো কাট, কখনো সুইপ, কখনো হুক খেলছিলেন মুশফিকুর রহিম। আবার স্কয়ার লেগে উড়িয়েও মারছিলেন। উইকেটের অপর প্রান্ত থেকে এক নাগারে বল থ্রো করছিলেন রিচার্ড হালসাল। প্রথমে পা লক্ষ্য করে, পরে টানা শর্ট বল করেন ফিল্ডিং কোচ। মুশফিকও বলগুলোকে যথাযথ ঠিকানায় পাঠিয়ে দিচ্ছিলেন। টেস্ট অধিনায়ক যখন ব্যাটিং অনুশীলন করছিলেন, তখন অন্যরা ব্যস্ত ফিল্ডিং কিংবা বোলিংয়ে। বরাবরই অনুশীলনে সবচেয়ে বেশি পরিশ্রমী মুশফিক। অনুশীলনের বাধ্যবাধকতা না থাকলেও মিরপুরের ইনডোরে ব্যস্ত সময় পার করেন টেস্ট অধিনায়ক। ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানও তিনি। নিয়মিত পারফর্ম করায় সমর্থকদের কাছে তিনি ‘মি. ডিপেন্ডেবল’। কিন্তু এই ‘মি. ডিপেন্ডেবল’ ভারতের বিরুদ্ধে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে তিন ওয়ানডেতে ১১০ গড়ে ২২০ রান করেছিলেন মুশফিক। কিন্তু ভারতের বিরুদ্ধে তিন ওয়ানডেতে রান মাত্র ৬৯। অবশ্য টি-২০তে দেশসেরা ব্যাটসম্যানের রেকর্ড খুব ভালো নয়। ৩৯ ম্যাচের ক্যারিয়ারে গড় ২০ এর নিচে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে অনেক সিরিয়াস ‘মি. ডিপেন্ডেবল’। অবশ্য শুধু মুশফিক কেন, গোটা দলকে ভীষণ সিরিয়াস দেখা গেল। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে টানা দুই সিরিজ জিতেও টাইগারদের অনেক ক্ষুধার্ত মনে হলো। অনুশীলনে ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল যেন অনেক দিন কোনো জয় পায়নি বাংলাদেশ! তবে আবার অনুশীলন শেষে সম্পূর্ণ ভিন্ন চিত্র। একে অপরের সঙ্গে রসিকতা করছেন, হাসছেন। মাশরাফির নেতৃত্বে আমূল পাল্টে গেছে দল। টিভি পর্দার ‘রাশভারী’ নড়াইল ‘এক্সপ্রেসকে’ কাল অনুশীলনে বেশ ক্লান্ত লাগছিল। তারপরও রসিকতা করে এক মিডিয়াকে ডেকে বললেন, ‘ফেসবুকে আপনার সানগ্লাস পড়া ছবিটা কিন্তু দারুণ হয়েছে।’ -মাশরাফি এমনই। আর অধিনায়কের এই গুণ যেন এখন ছড়িয়ে গেছে গোটা দলে। ক্রিকেটাররা এখন অনেক আত্মবিশ্বাসী-আত্মপ্রত্যয়ী। শরীরী ভাষাই বলে দিচ্ছিল। দলে সিনিয়র-জুনিয়রের পার্থক্যটা খুব একটা বোঝা যায় না। যে সুযোগ পাচ্ছে সে-ই পারফর্ম করছে। তরুণ ক্রিকেটাররা দলে ঢুকেই ভয়ডরহীন ক্রিকেট উপহার দিচ্ছেন। সৌম্য সরকার কিংবা সাব্বির আহমেদের খুনে মেজাজের ব্যাটিং দেখে কে বলবে মাত্র কয়েক মাস আগেই তাদের জাতীয় দলে অভিষেক হয়েছে। আর ভারতের বিরুদ্ধে সিরিজে নতুন করে আবির্ভূত হয়েছেন মুস্তাফিজ। কী ভয়ঙ্কর তার কাটার!
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
আত্মবিশ্বাসী টাইগাররা
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর