সেন্ট্রাল উইকেটে ব্যাটিং অনুশীলনে কখনো কাট, কখনো সুইপ, কখনো হুক খেলছিলেন মুশফিকুর রহিম। আবার স্কয়ার লেগে উড়িয়েও মারছিলেন। উইকেটের অপর প্রান্ত থেকে এক নাগারে বল থ্রো করছিলেন রিচার্ড হালসাল। প্রথমে পা লক্ষ্য করে, পরে টানা শর্ট বল করেন ফিল্ডিং কোচ। মুশফিকও বলগুলোকে যথাযথ ঠিকানায় পাঠিয়ে দিচ্ছিলেন। টেস্ট অধিনায়ক যখন ব্যাটিং অনুশীলন করছিলেন, তখন অন্যরা ব্যস্ত ফিল্ডিং কিংবা বোলিংয়ে। বরাবরই অনুশীলনে সবচেয়ে বেশি পরিশ্রমী মুশফিক। অনুশীলনের বাধ্যবাধকতা না থাকলেও মিরপুরের ইনডোরে ব্যস্ত সময় পার করেন টেস্ট অধিনায়ক। ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানও তিনি। নিয়মিত পারফর্ম করায় সমর্থকদের কাছে তিনি ‘মি. ডিপেন্ডেবল’। কিন্তু এই ‘মি. ডিপেন্ডেবল’ ভারতের বিরুদ্ধে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে তিন ওয়ানডেতে ১১০ গড়ে ২২০ রান করেছিলেন মুশফিক। কিন্তু ভারতের বিরুদ্ধে তিন ওয়ানডেতে রান মাত্র ৬৯। অবশ্য টি-২০তে দেশসেরা ব্যাটসম্যানের রেকর্ড খুব ভালো নয়। ৩৯ ম্যাচের ক্যারিয়ারে গড় ২০ এর নিচে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে অনেক সিরিয়াস ‘মি. ডিপেন্ডেবল’। অবশ্য শুধু মুশফিক কেন, গোটা দলকে ভীষণ সিরিয়াস দেখা গেল। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে টানা দুই সিরিজ জিতেও টাইগারদের অনেক ক্ষুধার্ত মনে হলো। অনুশীলনে ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল যেন অনেক দিন কোনো জয় পায়নি বাংলাদেশ! তবে আবার অনুশীলন শেষে সম্পূর্ণ ভিন্ন চিত্র। একে অপরের সঙ্গে রসিকতা করছেন, হাসছেন। মাশরাফির নেতৃত্বে আমূল পাল্টে গেছে দল। টিভি পর্দার ‘রাশভারী’ নড়াইল ‘এক্সপ্রেসকে’ কাল অনুশীলনে বেশ ক্লান্ত লাগছিল। তারপরও রসিকতা করে এক মিডিয়াকে ডেকে বললেন, ‘ফেসবুকে আপনার সানগ্লাস পড়া ছবিটা কিন্তু দারুণ হয়েছে।’ -মাশরাফি এমনই। আর অধিনায়কের এই গুণ যেন এখন ছড়িয়ে গেছে গোটা দলে। ক্রিকেটাররা এখন অনেক আত্মবিশ্বাসী-আত্মপ্রত্যয়ী। শরীরী ভাষাই বলে দিচ্ছিল। দলে সিনিয়র-জুনিয়রের পার্থক্যটা খুব একটা বোঝা যায় না। যে সুযোগ পাচ্ছে সে-ই পারফর্ম করছে। তরুণ ক্রিকেটাররা দলে ঢুকেই ভয়ডরহীন ক্রিকেট উপহার দিচ্ছেন। সৌম্য সরকার কিংবা সাব্বির আহমেদের খুনে মেজাজের ব্যাটিং দেখে কে বলবে মাত্র কয়েক মাস আগেই তাদের জাতীয় দলে অভিষেক হয়েছে। আর ভারতের বিরুদ্ধে সিরিজে নতুন করে আবির্ভূত হয়েছেন মুস্তাফিজ। কী ভয়ঙ্কর তার কাটার!
শিরোনাম
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
- বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া অনুষ্ঠিত
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চার শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
- পাহাড়ে পর্যটক সংকট
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য : জিল্লুর রহমান
আত্মবিশ্বাসী টাইগাররা
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর