বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আগামী ৩ জুলাই ফতুল্লায় বিসিবি একাদশের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। বিসিবি একাদশের ওই দলকে নেতৃত্ব দেবেন টেস্ট ওপেনার ইমরুল কায়েস।
এই দলে টি-টোয়েন্টির মূল স্কোয়াডের আছেন দুই ক্রিকেটার রনি তালুকদার ও সোহাগ গাজী। তবে আশার বিষয় হচ্ছে, বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক।
ঘরোয়া লিগে নিয়মিত উইকেট পেয়েও জাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না রাজ্জাক! বিশ্বকাপ, পাকিস্তান ও ভারত সিরিজে নির্বাচকদের নজরে আসেননি তিনি। সেক্ষেত্রে বিসিবি একাদশে জায়গা পাওয়া সিনিয়র এই ক্রিকেটারের জন্যে আশার আলো বটে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে ওয়ানডেতেও জায়গা পেতে পারেন!
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৫/মাহবুব