নারী বিশ্বকাপ ফুটবলেরর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান। ইনজুরি টাইমে লরা বাসেতের আত্মঘাতী গোলেই ইংলিশদের প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। আর এভাবে তীরে এসে তরী ডোবায় মাঠেই কেঁদে ফেলেন ইংল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড়রা।
কানাডার এডমন্টনে পেনাল্টি থেকে গোল করে ৩২ মিনিটে জাপানকে এগিয়ে নিয়েছেন মিয়ামা। ৮ মিনিটের ব্যবধানে সেই পেনাল্টি থেকেই সমতায় ফিরেছে ইংলিশরা। প্রমার্ধের ওই ১-১ গোলের সমতা নিয়ে বিরতির যায় দু'দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি দু'দল। এরপর যোগ হয় ৪ মিনিট অতিরিক্ত সময়।
আর এই যোগ করা সময়েই সর্বনাশ হয়েছে ইংল্যান্ডের। এ সময় হেডের মাধ্যমে নিজেদের বক্স থেকে বল সরাতে চেয়েছেন বাসেত। কিন্তু সেই বলই দুর্ভাগ্যক্রমে আঘাত হেনেছে নিজেদের জালে। এতেই ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের।
আগামী ৫ জুলাই কানাডার ভ্যানকোভারে বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বতমান চ্যাম্পিয়ন জাপান। এরআগে, প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্র হারিয়েছে জার্মানিকে।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৫/মাহবুব