উইম্বলডন টেনিস ওপেনে জয় পেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। তৃতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার বার্নাড টোমিককে।
এ জয়ে প্রতিযোগিতার শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছেন জকোভিচ। শীর্ষ বাছাই জকোভিচ ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে জয় পেয়েছেন বার্নাডের বিপক্ষে।
এদিকে নারীদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা। তিনি তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-৩ গেমে জয় পেয়েছেন রোমানিয়ার ইরিনা কামেলিয়া বেগুর বিপক্ষে।
এ ছাড়া জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস। তিনি ৬-২, ৪-৬, ৭-৫ গেমে পরাজিত করেছেন হিথার ওয়াটসনকে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন বোন ভেনাস উইলিয়ামসের।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই ২০১৫/ এস আহমেদ