বাংলাদেশ দলের বোলাররাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতাতে পারেন বলে মন্তব্য করেছেন ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা। আজ শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মাশরাফি বলেন, 'আমাদের ম্যাচ বোলাররাই জেতাতে পারেন। টি-২০ তে যেকোনো দল ২০০'র বেশি রান করলে সেই রান তাড়া করা খুব কষ্ট হয়ে যায়। আমারা যদি তাদের ১৬০ কিংবা ১৭০ রানের মধ্যে আটকে রাখতে পারি তাহলে আমাদের একটা সুযোগ তৈনি হবে।'
অধিনায়ক আরো বলেন, 'ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আমরা ৩০৭ রান করেছিলাম। এটা অনেক বড় স্কোর নয়। ওই ম্যাচে কিন্তু বোলাররাই আমাদের জিতিয়েছেন। আমাদের ব্যাটিং অবশ্যই ভালো। কিন্তু বোলারদের ওপরই আমাদের নির্ভর করতে হবে।'
উল্লেখ্য, সফরকারী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৪ জুলাই ২০১৫/শরীফ