দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫২ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের দেওয়া ১৪৯ রানের টার্গেটে ১৮.৫ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট মাশরাফি বাহিনী। এ জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ফাফ ডু প্লেসিসবাহিনী।
এদিন, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৪৯ রানের লক্ষে ব্যাটিংয়ে নামে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু দায়িত্বহীন ব্যাটিংয়ে ১৩ রানের মধ্যে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন তারা। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু অষ্টম ওভারে তুলে মারতে গিয়ে সীমানার কাছে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মুশফিক (১৭)। এরপর সাকিব, সাব্বির, নাসির দ্রুত ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয়ে যায় বাংলাদেশের।
শেষ দিকে লিটন কুমার দাশ একপাশ আগলে রেখে ব্যাট করলেও তিনি হারের ব্যবধান কমানো ছাড়া কিছুই করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন সাকিব। এছাড়া, লিটন দাশ করেন ২২ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে জেপি ডুমিনি, ডেভিড উইসিস ও কাগিসো রাবাদা প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন।
এরআগে, অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অর্ধশতকে (৭৯) নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ জন সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন। এছাড়া সাকিব ও নাসির একটি করে উইকেট নেন।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অফ স্পিনার সোহাগ গাজী। তবে একাদশে জায়গা হয়নি রুবেল হোসেনের।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব