দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে ৫২ রানে হার মেনেছে বাংলাদেশ। পাকিস্তান ও ভারতকে সিরিজ হারানোর পর আজ চনমনে মেজাজ নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। লক্ষ্য ছিল প্রথম ম্যাচে জয় দিয়ে দারুণ একটা শুরু। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বাংলাদেশের। বোলাররা বল হাতে তাদের কাজটুকু করে দিলেও ব্যাটসম্যানরা হতাশ করেছেন। ম্যাচ শেষে মাইক্রোফোনের সামনে মাশরাফি জানিয়েছেন, ভালো জুটির অভাবেই তারা হেরেছেন। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাশরাফি বলেন, ''আমাদের বোলাররা ভালো বল করেছে। তবে তাদেরকে ১৩০ রানের মধ্যে আটকে দিতে পারলে ভালো হত। তার উপর ব্যাট করতে নেমে আমরা ভালো জুটি গড়তে পারিনি। আজকের উইকেট কিছুটা স্লো ছিল। সে অনুযায়ীই আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম। আমি বলব সব বোলাররাই ভালো বল করেছে। ব্যাটসম্যানরা অনেক শট খেলেছে। কিন্তু সেগুলো ঠিক জায়গায় খেলতে পারেনি। আশা করছি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো।''
বিডি-প্রতিদিন/০৫ জুলাই ২০১৫/ এস আহমেদ