দুর্যোগের পূর্বাভাসটা আগেই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু হাতে সময় থাকার পরও সতর্ক হয়নি টাইগাররা। তাই ফল যা হওয়ার তাই হয়েছে। প্রোটিয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ! টি-২০ ম্যাচে প্রতিপক্ষকে ১৪৮ রানে আটকে দিয়েও হারতে হলো ৫২ রানের বড় ব্যবধানে। পরিকল্পনার অভাবেই সফরকারীদের সামনে দাঁড়াতেও পারলো না আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টাইগাররা। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে মাশরাফিদের দাপুটে ক্রিকেট দেখে সমর্থকদের মনে যে উচ্চাকাক্সক্ষা তৈরি হয়েছিল তা হঠাৎ যেন হুল ফোঁটানো ফানুসের মতো চুপসে গেল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চিরচেনা কন্ডিশনে গতকাল দেখা গেল অচেনা এক বাংলাদেশকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই তারা প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হলো। আগের দুই সিরিজের বাংলাদেশের সঙ্গে গতকালকের বাংলাদেশ দলকে মেলানো কঠিন।
আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, প্রতিপক্ষকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে দিতে পারলে জয়ের ভালো সুযোগ তৈরি হবে। কথা রেখেছেন নড়াইল এক্সপ্রেস। বোলারদের দিয়ে ঠিকই আটকে দিয়েছিলেন প্রোটিয়াদের। কিন্তু ব্যাটসম্যানরা তাদের কাজটা করতে পারলেন কোথায়? একের পর এক আত্মহুতি দিয়ে সাজঘরে ফিরলেন। অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে যেন জেতা ম্যাচটা তারা তুলে দিয়ে আসলেন দক্ষিণ আফ্রিকার পকেটে।
ম্যাচে পরাজয়ের পর মাশরাফি বলেন, ‘আমাদের বেলাররা অনেক ভালো বোলিং করেছেন। তাদেরকে আমরা আমাদের আয়ত্বের মধ্যে আটকে রাখতে সমর্থ্য হয়েছিলাম। আমাদের সামনে জয়ের একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ব্যাটসম্যানরা নিজের কাজটা সঠিকভাবে করতে পারেননি। বেশি শট খেলতে গিয়ে আউট হয়েছেন। আশা করছি এ ম্যাচে যে ভুলগুলো হয়েছে সামনের ম্যাচে তা হবে না। আমাদের দুর্বলতাগুলো নিয়ে আরও কাজ করতে হবে।’ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছিল বিসিবি একাদশ। তখনই একটা বার্তা পেয়েছিল জাতীয় দল। তবে ফতুল্লার প্রস্তুতি ম্যাচ হয়তো আমলে নেননি ক্রিকেটাররা। নেওয়ার কথাও নয়। কেননা ফতুল্লার উইকেটের সঙ্গে মিরপুরের উইকেট সম্পূর্ণ আলাদা। ওই উইকেট পেস বোলারদের জন্য সহায়ক ছিল কিন্তু মিরপুরের উইকেট পুরাদস্তুর স্পিন নির্ভর করেই বানানো হয়েছিল। কিন্তু তারপরেও লাভ কি হলো? এবার দক্ষিণ আফ্রিকার স্পিনাররাই বাংলাদেশের ব্যাটসম্যানদের ধরাশায়ী করলো। বিসিবি একাদশের চেয়েও তিন রান কম করলো জাতীয় দল, ৯৬-এ অলআউট।
পার্টটাইম স্পিনার জেপি ডুমিনিই বাংলাদেশের স্বপ্নকে গলাটিপে মেরে ফেলেছেন। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১১ রান, সেই সঙ্গে দুই উইকেট। আরেক স্পিনার অ্যারোন ফাঙ্গিসো ২১ রানে নিয়েছেন এক উইকেট। স্পিনের বিরুদ্ধে দাপুটে খেলা বাংলাদেশের ব্যাটসম্যানরা এবার স্পিন বিষেই দিশেহারা হয়ে গেলেন। ডুমিনি ও ফাঙ্গিসোর বল ভয়াবহ রকম টার্ন করছিল। অথচ এমন উইকেটেও সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্পিনারদের।
এ ম্যাচে হারলেও নেতৃত্বের জন্য সাধুবাদ পেতে পারেন মাশরাফি। ম্যাচের তার বোলিং পরিবর্তনগুলো ছিল দেখার মতো। প্রোটিয়া ব্যাটসম্যানদের সুবিধাই করতে দেননি। চমক দেখিয়ে প্রথম ওভারেই আরাফাত সানির হাতে বল তুলে দেন। সফলতাও পেয়ে যান হাতে-নাতে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটম্যান এবি ডি ভিলিয়ার্সকে শুরুতেই ফিরিয়ে দেন সানি। দ্রুত কুইনটন ডি কককে ফিরিয়ে দেন নাসির। তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর এই চাপটা অব্যাহত রাখা সম্ভব হয়নি। তারপরেও যদি ১৮ রানে ব্যাট করা প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ক্যাচটা মুশফিক লুফে নিতে পারলে আরও আগেই শেষ হয়ে যেত সফরকারীদের ইনিংস। নতুন জীবন পেয়ে সেই প্লেসিস খেলেন ৭৯ রানের অপরাজিত এক ইনিংস। তারপরেও ম্যাচটা হাতেই ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটসম্যানদের বোকামির কারণে যেন বাংলাদেশের প্রাপ্য জয়টা ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২০ ওভারে ১৪৮/৪ (ডু প্লেসিস ৭৯*, রুশো ৩১*, ডুমিনি ১৮, ডি কক ১২, আরাফাত ২/১৯, সাকিব ১/২৪, নাসির ১/৩৭)।
বাংলাদেশ ইনিংস : ১৮.৫ ওভারে ৯৬/১০ (সাকিব ২৬, লিটন ২২, মুশফিক ১৭, ডুমিনি ২/১১, ওয়েইস ২/১২, রাবাদা ২/২৮)।
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৫২ রানে জয়ী।
ম্যাচ সেরা : ডু প্লেসিস।
শিরোনাম
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
চেনা মাঠে অচেনা বাংলাদেশ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
৫ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৬ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার