বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিট যেন সোনার হরিণ। টি-২০ ম্যাচের টিকিট তো পাওয়াই যাচ্ছিল না। ব্যাংকে টিকিট ছাড়ার পর দ্রুতই তা নিঃশেষ! একটি টিকিটের জন্য মানুষের কতোই না হাহাকার। অথচ গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র। গ্যালারির এক তৃতীয়াংশ ছিল ফাঁকা। তাহলে কি মানুষ টিকিট কেটেও খেলা দেখতে আসেনি! নাকি টি-২০ ম্যাচের জনপ্রিয়তা কমে গেছে! সেটাও তো হওয়ার কথা নয়। তাহলে তো টিকিটের জন্য লম্বা লাইন থাকতো না। কালকের ম্যাচে গ্যালারি ফাঁকা থাকার বিষয়টি যেন রহস্যময় হয়ে থাকল।
এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেন, কি কারণে দর্শক কম তা আমার জানা নেই।